শিরোনাম
স্পট মার্কেটে যাচ্ছে পিপলস লিজিং
প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ১৩:২১
স্পট মার্কেটে যাচ্ছে পিপলস লিজিং
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংক বহিভূর্ত আর্থিক প্রতিষ্ঠান খাতের কোম্পানি পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, কোম্পানিটি আগামী ২৫ জুলাই থেকে ৬ আগস্ট স্পট মার্কেটে লেনদেন করবে। এ কারণে রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ আগস্ট।


পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর, ২০১৬ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোন লভ্যাংশ ঘোষণা করেনি।


আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ৭৩ পয়সা। গত বছর একই সময়ে এর পরিমাণ ছিল ৩ টাকা ১৮ পয়সা। আর এককভাবে শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৭৪ পয়সা। গত বছরের একইসময়ে এর পরিমাণ ছিল ৩ টাকা ৩ পয়সা। এ সময়ে শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১১ টাকা ২৪ পয়সা।


কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com