শিরোনাম
দুই ঘণ্টায় লেনদেন ৪১৬ কোটি টাকা
প্রকাশ : ১৩ জুলাই ২০১৭, ১৩:০২
দুই ঘণ্টায় লেনদেন ৪১৬ কোটি টাকা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪১৬ কোটি টাকার শেয়ার।


বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৬১টির।


ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৯৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২১ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১২১ পয়েন্টে।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার।


সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯৫৮ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com