শিরোনাম
সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে
প্রকাশ : ০৯ জুলাই ২০১৭, ১৫:৫৬
সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইর লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন বাজারে গত কার্যদিবসের তুলনায় লেনেদেনও অনেকটা বেড়েছে।


বাজার বিশ্লেষণে দেখা গেছে, আজ ডিএসইতে ১ হাজার ১৬০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গত কার্যদিবসের তুলনায় ১৫৪ কোটি ৯৫ লাখ টাকা বেশি। গত কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৫ কোটি ৪৬ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


আজ ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।


এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৭৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩১৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৮ পয়েন্টে।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। রবিবার সিএসইতে ৮২ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৯১২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৫১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫২টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি কোম্পানির শেয়ার।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com