শিরোনাম
উত্থানে ফিরেছে বাজার
প্রকাশ : ৩১ অক্টোবর ২০১৬, ১৩:৩০
উত্থানে ফিরেছে বাজার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টানা ৫ দিনের পতন কাটিয়ে সোমবার উত্থানে ফিরেছে পুঁজিবাজার। আজ দুই স্টক এক্সচেঞ্জেই মূল্য সূচকের উত্থানে লেনদেন চলছে। তবে এদিন লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে। আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১০৫ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, এই সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৭৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৫৯টি কোম্পানির। আর দর কমেছে ৮২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।


এই সময়ে ডিএসইর প্রধান সূচক ৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬১২ পয়েন্টে। শরীয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১০৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৭৪২ পয়েন্টে।


অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এই সময়ে সিএসইতে ৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের প্রথম ঘণ্টায় সিএসই সার্বিক সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ১৭৫ পয়েন্টে।


সোমবার সিএসইতে লেনদেন হয়েছে ১৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ৪২টির এবং অপরিবর্তিত রয়েছ ১৫টির।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com