শিরোনাম
ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে
প্রকাশ : ২১ জুন ২০১৭, ১২:১৭
ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে। এদিন বেলা ১১টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৩ কোটি ৭২ লাখ টাকার শেয়ার।


বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৭৭টির, কমেছে ৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টির।


ডিএসই প্রধান বা ডিএসই এক্স সূচক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৫৬ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৭৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯ পয়েন্টে।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) আজ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। বুধবার বেলা ১১টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩১ লাখ টাকার শেয়ার।


সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ১২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ২১২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৬৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com