শিরোনাম
ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে
প্রকাশ : ২২ মে ২০১৭, ১৩:০০
ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেনে অংশ নেয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। আজ বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ২০২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার।


বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৯৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৬টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির।


ডিএসই প্রধান সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৬৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক শুন্য দশমিক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ২৫০ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৮৫ পয়েন্টে।


অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সোমবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বেলা ১২টা পর্যন্ত সিএসইতে লেনদেন হয়েছে ১১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার।


চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক (সিএএসপিআই) ৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ৬০৯পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com