শিরোনাম
পুঁজিবাজারে দর সংশোধন
প্রকাশ : ২৬ মে ২০১৬, ১০:৫২
পুঁজিবাজারে দর সংশোধন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

টানা কয়েক দিন ঊর্ধ্বমুখী থাকার পর বুধবার দেশের ঊভয় পুঁজিবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ারের দর কমেছে। তবে বিষয়টি নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। অধিকাংশ বিনিয়োগকারী বিষয়টিকে দর সংশোধন হিসাবে দেখছেন।
আজকের বাজার বিশ্লেষণ করলে দেখা যায়, প্রধান পুঁজিবাজার ডিএসইতে দিন শেষে অধিকাংশ কোম্পানির দর কমার পাশাপাশি কমেছে সবগুলো সূচক। সকালে ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও শেয়ার বিক্রির চাপে এক সময় দর পতন শুরু হয়। যা দিনের শেষ পর্যন্ত অব্যাহত থাকে।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৬৬ পয়েন্টে। মোট লেনদেন হয়েছে ৩৭৬ কোটি টাকার শেয়ার। ডিএসইতে লেনদেন হওয়া ৭২ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে।
একইভাবে বাজারে তালিকাভুক্ত ১৯৭ টি কোম্পানির শেয়ারের দর কমার পাশাপাশি অপরিবর্তিত রয়েছে ৪৪ টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এখন পর্যন্ত মোট শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৪০ লাখ ৪৪ হাজার ৭১৪টি। শেয়ারগুলো হাত বদল হয়েছে ৯৮ হাজার ৭১৯ বার।
অন্যদিকে আজ লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে প্রথম দিকে রয়েছে এসপিসিএল, মবিল যমুনা, ফ্যামেলি টেক্স, আনাম ফিড, বিএসআরএম স্টিল, আইটিসি, এসপিসিএল, ডরিন পাওয়ার, এসিআই, লাফার্স সুরমা সিমেন্ট, জিএইচএআইএল, কেয়া কসমেটিকস, ন্যাশনাল পলিমার, আইপিডিসি, সিভিও প্রেট্রো কেমিকেল।
আর দর হারানোর তালিকায় থাকা কোম্পানির মধ্যে প্রথম দিকে রয়েছে মডার্ন ডায়িং, রহিমা ফুড, বিজিআইসি, এশিয়া ইন্স্যুরেন্স,বিডি ফাইনান্স এবং যমুনা ব্যাংক।
এদিকে অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ লেনদেন হওয়া ২৩৮ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৬৩ কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সিএসইতে লেনদেন হয়েছে মোট ৮ কোটি ৮১ লাখ টাকা।
বিবার্তা/নাহিদ/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com