সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ মে) দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শেষে সূচকের বড় পতন হয়েছে। একইসাথে টাকার অঙ্কে লেনদেন নেমেছে ৩শ’ কোটি টাকার ঘরে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার লেনদেনের শুরুতেই ডিএসইর মূল্যসূচক নিচের দিকে নেমে যায়। অর্থাৎ প্রথম দুই মিনিটে সূচক আগের দিনের চেয়ে ২০ পয়েন্ট কমে ৫২৫৯ পয়েন্টে নেমে আসে। এরপর সূচক আবার ঊর্ধ্বমুখী হলে ১০ পয়েন্ট বেড়ে ৫২৮৮ পয়েন্টে ওঠে। এ অবস্থায় লেনদেনের প্রথম ১৫ মিনিট ইতিবাচক ছিল বাজার। এরপর শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকে। সূচকের পতন শুরু হয়। বাজারটি নেতিবাচক ধারায় চলে যায়। লেনদেনের সময় যতই শেষের দিকে গড়াচ্ছিল ততই সূচক পতনের চাপ বাড়তে থাকে। ফলে দিনের লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ৫০.৩৫ পয়েন্ট কমে ৫২২৮.৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ১৩.৫৯ পয়েন্ট কমে ১১৩৮.৯৬ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৬.৭৯ পয়েন্ট কমে ১ হাজার ৮৬৯.৯৩ পয়েন্টে দাঁড়িয়েছে।
ডিএসইতে আজ ১২ কোটি ৯৭ লাখ ৬১ হাজার ৫৭৫টি শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব শেয়ার ও ফান্ডের বাজার মূল্য দাঁড়িয়েছে ৩০৬ কোটি ৪৭ লাখ টাকা। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৪৪০ কোটি ৭২ লাখ টাকা। ডিএসইতে লেনদেন কমেছে প্রায় ১৩৪ কোটি টাকা।
এছাড়া এক্সচেঞ্জটিতে লেনদেনের দিক দিয়ে শীর্ষ ১০ কোম্পানির তালিকায় প্রথমেই রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ১৪ কোটি ১ লাখ টাকা।
দ্বিতীয় অবস্থানে উঠেছে বিচ হ্যাচারি লিমিটেড। এই কোম্পানিটির শেয়ারে লেনদেন হয়েছে ১০ কোটি ৫৩ লাখ টাকা।
তৃতীয় অবস্থানে উঠেছে ওরিয়ন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটির টাকার অঙ্কে লেনদেন হয়েছে ৯ কোটি ৮৩ লাখ টাকা। এরপর লেনদেনের শীর্ষ তালিকায় যথাক্রমে রয়েছে- ওরিয়ন ইনফিউশন লিমিটেড, তৌফিকিয়া ফুড এন্ড লাভেলো আইসক্রিম লিমিটেড, ক্যাপটেক গ্রামীণ গ্রোথ ফান্ড, আইএফআইসি ব্যাংক পিএলসি, রুপালী লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, সী পার্ল বিচ ও বেস্টহোল্ডিংস লিমিটেড।
বাজারটিতে লেনদেন শেষে ৩৯৪ টি কোম্পানি ও মিউচূয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এরমধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ২৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানির শেয়ার দর।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ১৫৫.৭৮ পয়েন্ট কমে ১৫ হাজার ০৮৪.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে এদিন ২২২টি কোম্পানির শেয়ার ও মিউচুয়্যাল ফান্ডের লেনদেন হয়েছে। এসব কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৭টির কোম্পানির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার দর।
সিএসইতে আজ দিনের লেনদেন শেষে টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৭ কোটি ৮৩ লাখ টাকা। যা আগের দিন লেনদেন হয়েছিল ১৭০ কোটি ৪ লাখ টাকা। অর্থাৎ এক্সচেঞ্জটিতে লেনদেন কমেছে প্রায় ১৬৩ কোটি টাকা।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]