শিরোনাম
সূচক ও লেনদেন বেড়েছে
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৭, ১৫:৪১
সূচক ও লেনদেন বেড়েছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে সব ধরনের সূচক বেড়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, রবিবার ডিএসইতে এক হাজার ৬৬৮ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ২৫৯ কোটি ৬৪ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে এক হাজার ৪০৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ২২৪টির, কমেছে ৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির শেয়ার দর।


এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০২ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ২৮৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ১১ পয়েন্টে।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৯৯ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।


সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৩৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৩৬৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১৯৬টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com