শিরোনাম
ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮’শ কোটি টাকা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৭, ১৪:৫৮
ডিএসইতে লেনদেন বেড়েছে ১৮’শ কোটি টাকা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ১৮’শ কোটি টাকার ওপরে বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা গেছে, গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছে আট হাজার ৯৭৮ কোটি ৬৩ লাখ ৫১ হাজার ৫৩১ টাকা। যা আগের সপ্তাহে হয়েছিলো ৭ হাজার ১৪০ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার ১৭৭ টাকা। অর্থাৎ ডিএসইতে সপ্তাহের ব্যবধানে লেনদেন বেড়েছে এক হাজার ৮৩৮ কোটি ৩৭ লাখ ৭৩ হাজার ৩৬২ টাকা বা ২৫.৭৫ শতাংশ।


ডিএসইতে টাকার পরিমাণে লেনদেনের সাথে সূচকও বেড়েছে। গত সপ্তাহে ডিএসইতে ডিএসইএক্স আগের সপ্তাহে থেকে ১৯১ পয়েন্ট বা ৩.৫৮ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে ডিএসইক্স সূচক অবস্থান করছে ৫৫৩৪ পয়েন্টে। এছাড়া ডিএসইর ডিএসই৩০ এবং ডিএসইএস সূচক ৭৩ পয়েন্ট বা ৩.৮৩ শতাংশ এবং ৩২ পয়েন্ট বা ২.৬২ শতাংশ বেড়ে যথাক্রমে অবস্থান করছে ১৯৮৩ ও ১২৭৫ পয়েন্টে।


বিবার্তা/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com