শিরোনাম
ডিএসইতে ২৯ শতাংশ লেনদেন কমেছে
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০১৭, ১৬:০০
ডিএসইতে ২৯ শতাংশ লেনদেন কমেছে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শুরু থেকে মূল্য সূচক উত্থান-পতনে ছিল। শেষ পর্যন্ত সূচকের সামান্য উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে আজ ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ২৯ শতাংশ লেনদেন কমেছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ৪০৮ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৫৮০ কোটি ৫৮ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে এক হাজার ৯৮৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৯৩টির, কমেছে ২০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০টির শেয়ার দর।


এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৭৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৮৩ পয়েন্টে।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ৮৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৯৩ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৬৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭৬টির, কমেছে ১৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com