শিরোনাম
ডিএসইতে ৫৮ শতাংশ কোম্পানির দরপতন
প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৭, ১৫:৫৪
ডিএসইতে ৫৮ শতাংশ কোম্পানির দরপতন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

পুঁজিবাজারে বুধবার দর সংশোধন হয়েছে। আজ দুই বাজারেই মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রায় ৫৮ শতাংশ কোম্পানির দরপতন হয়েছে। আজ ডিএসইতে আগের দিনেরে তুলনায় লেনদেনও কমেছে।


বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে এক হাজার ৯৮৯ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৭৫ কোটি ৬৪ লাখ টাকা কম। আগের দিন এ বাজারে দুই হাজার ৬৪ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।


এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৯১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর।


এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৪১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৩৩ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ২৭৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৮০ পয়েন্টে।


অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।


সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৮১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৬ হাজার ৯৭৬ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com