শিরোনাম
ডিএসইতে লেনদেন বেড়েছে সাড়ে ৮শ কোটি টাকা
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০১৭, ১৫:৩০
ডিএসইতে লেনদেন বেড়েছে সাড়ে ৮শ কোটি টাকা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

নতুন বছরের দ্বিতীয় সপ্তাহও সূচক এবং লেনদেন বেড়েছে উভয় শেয়ারবাজারে। দ্বিতীয় সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে সাড়ে আটশ কোটি টাকা বেশি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


জানা যায়, গত সপ্তাহে ডিএসইতে সাত হাজার ১৪০ কোটি ২৫ লাখ ৭৮ হাজার ১৭৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৮৫২ কোটি ৭০ লাখ ৬ হাজার ১৬৮ টাকা বা ১৩.৫৬ শতাংশ বেশি। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিলো ছয় হাজার ২৮৭ কোটি ৫৫ লাখ ৭২ হাজার ৯ টাকর।


ডিএসইর সাথে অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) গত সপ্তাহে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। গত সপ্তাহে সিএসইতে টাকার পরিমাণে লেনদেন আগের সপ্তাহ থেকে ৪৬ কোটি ৫৯ লাখ ৫৬ হাজার ৫৩ টাকা বেড়ে দাড়িয়েছে ৪১৭ কোটি ৬২ লাখ ১৮ হাজার ৮৩৮ টাকা। আগের সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছিলো ৩৭১ কোটি দুই লাখ ৬২ হাজার ৭৮৫ টাকা।


এদিকে ডিএসইতে গত সপ্তাহে পাঁচ কার্যদিবসে ডিএসইএক্স সূচক ১৬০.৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৩৪২.৮৮ পয়েন্টে। ডিএসইএক্স ৫১৮২.২৫ পয়েন্ট নিয়ে সপ্তাহ শুরু করেছিলো।


এছাড়া ডিএসইর ডিএসই৩০ সূচক ৪৬.২৭ পয়েন্ট বা ২.৪৮ শতাংশ বেড়ে অবস্থান করছে ১৯১০.৫১ পয়েন্টে এবং ডিএসইএস ২০.৮১ বা ১.৭০ শতাংশ বেড়ে অবস্থান করছে ১২৪৩.০১ পয়েন্টে।


ডিএসইতে গত সপ্তাহে মোট ৩৩১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৪০টির দর বেড়েছে, কমেছে ৭৯টির, অপরিবর্তিত রয়েছে ১১টির এবং ১টি কেম্পানির শেয়ার লেনদেন হয়নি।


ডিএসইর সাথে সিএসইতেও সূচক বেড়েছে। সপ্তাহজুড়ে সিএসইর সব সূচক বেড়েছে। এর মধ্যে সিএসইএক্স ৩০৮ পয়েন্ট বেড়ে ৯৯৪৯ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া সিএসই৫০ ৩৫, সিএসই৩০ ৩৭৯, সিএএসপিআই ৫০৩ এবং সিএসআই ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে যথাক্রমে ১১৮৯, ১৪২৭৯, ১৬৪৪১ এবং ১১২৭ পয়েন্টে।


বিবার্তা/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com