শিরোনাম
ডিএসইতে সাড়ে ৫ বছরে সর্বোচ্চ লেনদেন
প্রকাশ : ১১ জানুয়ারি ২০১৭, ১৭:৩৭
ডিএসইতে সাড়ে ৫ বছরে সর্বোচ্চ লেনদেন
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

সূচকের উত্থান প্রবণতা অব্যাহত রয়েছে দেশের উভয় শেয়ারবাজারে। সেই সাথে বাড়ছে টাকার পরিমাণে লেনদেনের পরিমাণও। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেনে রেকর্ড গড়েছে। বুধবার ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন সতেরশ কোটি টাকা ছাড়িয়ে এ রেকর্ড গড়ে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।


জানা যায়, ডিএসইতে বেশ কিছু দিন ধরে টাকার পরিমাণে লেনদেন উধ্ব মূখী অবস্থানে রয়েছে। এরই ধারাবাহিকতায় বুধবার ডিএসইতে লেনদেন হয়েছে ১৭’শ চার কোটি ৫৫ লাখ টাকা। ডিএসইতে পাঁচ বছর পাঁচ মাস ১৩ দিন বা ৬৫ মাস বা ১৩’শ ১৪ দিনের মধ্যে এ লেনদেন সর্বোচ্চ।


এর আগে ডিএসইতে ২০১১ সালের ২৮ জুলাই লেনদেন হয়েছিলো ১৮’শ চার কোটি ৭৮ লাখ টাকার।


ডিএসইতে ডিএসইএক্স সূচকও দুই বছরের মধ্যে সর্বোচ্চ স্থানে অবস্থান করছে। বুধবার ডিএসইতে ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট বেড়ে ৫৩৩৩ পয়েন্টে অবস্থান করছে। যা ডিএসইতে দুই বছর দুই মাস ২৮ দিন বা ২৭ মাস বা ৫৫০ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ডিএসইতে ২০১৪ সালের ১২ অক্টোবর ডিএসইএক্স সূচক অবস্থান করছিলো ৫৩৪৩ পয়েন্টে।


আজ ডিএসইতে ৩২৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৯৪টির, কমেছে ১১৭টির আর দর অপরিবর্তিত রয়েছে ১৫টি কোম্পানির।


বিবার্তা/পলাশ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com