শিরোনাম
বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ১৫ খাতে
প্রকাশ : ০৮ অক্টোবর ২০১৬, ১০:৪৪
বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ১৫ খাতে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে দর বেড়েছে ১৫ খাতে। অন্যদিকে দর কমেছে বাকী ৫ খাতে। লংকাবাংলা সিকিউরিটিজ লিমিটেড সূত্রে এ তথ্য জানা গেছে।


সূত্র জানায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি দর বেড়েছে আইটি খাতে। এই খাতে ২ দশমিক ৭৮ শতাংশ দর বেড়েছে। অন্য খাতগুলোর মধ্যে ব্যাংক খাতে দশমিক ৯৪ শতাংশ, সিরামিক খাতে দশমিক ৮৩ শতাংশ, প্রকৌশল খাত দশমিক ৮২ শতাংশ, খাদ্য-আনুসঙ্গিক খাতে দশমিক ৩১ শতাংশ, জ্বালানি-বিদ্যুৎ খাতে দশমিক ৫ শতাংশ, সাধারণ বিমা খাতে দশমিক ২৫ শতাংশ, জীবন বিমা খাতে ২ দশমিক ১ শতাংশ, পাট খাতে ১ দশমিক ৭০ শতাংশ, বিবিধ খাতে ১ দশমিক ৮৫ শতাংশ, ওষুধ খাতে দশমিক ৪০ শতাংশ, টেলিকমিউনিকেশন খাতে দশমিক ৭৩ শতাংশ, বস্ত্র খাতে ১ দশমিক ৯৬ শতাংশ ও ভ্রমণ-অবকাশ খাতে দশমিক ৭৬ শতাংশ দর বেড়েছে।


অন্যদিকে দর কমেছে বাকী ৫ খাতে। সিমেন্ট খাতে ১ দশমিক ৩৮ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড খাতে ১ দশমিক ৩৩ শতাংশ, আর্থিক খাতে ১ দশমিক ২৩ শতাংশ, কাগজ খাতে দশমিক ৯৪ শতাংশ ও ট্যানারি খাতে দশমিক ২৭ শতাংশ দর কমেছে।


বিবার্তা/জাকিয়া/যুথি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com