শিরোনাম
হুয়াওয়ের সঙ্গে আবারো ব্যবসা করবে মার্কিন কোম্পানি
প্রকাশ : ১৫ জুলাই ২০১৯, ১৩:১৮
হুয়াওয়ের সঙ্গে  আবারো ব্যবসা করবে মার্কিন কোম্পানি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আগামী ২-৪ সপ্তাহের মধ্যে পুনরায় চীনের শীর্ষস্থানীয় প্রযুক্তিপ্রতিষ্ঠান হুয়াওয়ের সঙ্গে ব্যবসার অনুমোদন পাচ্ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো। যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


গত মে মাসে গুপ্তচরবৃত্তির অভিযোগে হুয়াওয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র। তারপর প্রায় একমাস পর জাপানের ওসাকায় অনুষ্ঠিত জি২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে একান্ত বৈঠক শেষে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


সেখানে বলা হয়, মার্কিন কোম্পানিগুলোর হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে পারবে। তারপর গতকাল মার্কিন দপ্তর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে স্পষ্ট করে সময় বলা হলো। যুক্তরাষ্ট্রের কমার্স সেক্রেটারি উইলবার রস জানায়, তাদের জাতীয় নিরাপত্তা ইস্যুতে কোনো হুমকি না থাকলে হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করার কোনো বাধা নেই।


হুয়াওয়েকে চিপ সরবরাহদাতা দুই মার্কিন কোম্পানি নাম প্রকাশ না করার শর্তে রয়টার্সকে জানায়, উইলবার রসের এই বক্তব্যের পর তারা আরো লাইসেন্সের জন্য আবেদন করবেন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com