শিরোনাম
নতুন ইলেকট্রিক বাইকের দাম ৭৫ হাজার মার্কিন ডলার
প্রকাশ : ১৩ জুলাই ২০১৯, ১২:৫৮
নতুন ইলেকট্রিক বাইকের দাম ৭৫ হাজার মার্কিন ডলার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নতুন বাইক কেনার আগে যে কয়েকটি বিষয় নিয়ে চিন্তা করতে হয় তার মধ্যে অন্যতম জ্বালানি খরচ। জ্বালানি সাশ্রয়ী বাইকগুলো সব সময় থাকে পছন্দের শীর্ষে।


জ্বালানি খরচের কথা মাথায় রেখে এবার ইলেকট্রিক বাইক বাজারে আনার পরিকল্পনা করছে মার্কিন বাইক সংস্থা কুর্টিস।


তবে কুর্টিস এবং ব্রিটিশ বাইক সংস্থা ইয়াসার যৌথ উদ্যোগে এই ইলেকট্রিক বাইকটি তৈরি করা হয়েছে।


সম্প্রতি ইলেকট্রিক বাইক কুর্টিস জেসুসের ছবি প্রকাশ করেছে মার্কিন বাইক সংস্থা কুর্টিস।


সংস্থাটি জানিয়েছে, আগামী বছরই বাজারে আসছে নতুন ইলেকট্রিক বাইক।


কুর্টিস থেকে প্রকাশ করা ছবিতে দেখা গেছে, বাইকটির কাঠামো সঙ্গে মিল থাকছে বাইক দুনিয়ায় রেকর্ড করা গ্লেন কুর্টিসের বিখ্যাত বাইক ১৯০৭ ভি-এইট মডেলের।


ইলেকট্রিক বাইক কুর্টিস জেসুসে থাকছে আটটি সিলিন্ডার যা সবমিলিয়ে ১৬ দশমিক ৯ কিলোওয়াট বিদ্যুৎ ধরে রাখতে সক্ষম।


এছাড়াও, এর ইঞ্জিন দুইশ ১৭ হর্সপাওয়ার শক্তি উৎপাদন করতে পারে। এই ইলেকট্রিক বাইকটি শক্তিশালী টর্ক উৎপাদন করতে সক্ষম।


জেসুসের এই মডেলটির সামনে থাকছে অ্যালুমিনিয়াম গ্রিডারের ফর্ক। বাইকের কাঠামো মূলত টাইটেনিয়ামের এবং চাকায় থাকছে কার্বন ফাইবার।


২০২০ সাল নাগাদ এই নতুন জেসুস ইলেকট্রিক বাইকটি বাজারে আসতে চলেছে। এই বাইকটির দাম ধরা হয়েছে ৭৫ হাজার মার্কিন ডলার।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com