শিরোনাম
শুরু হচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯
প্রকাশ : ০৬ জুলাই ২০১৯, ১৮:১৩
শুরু হচ্ছে বেসিস  ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বেসিসের উদ্যোগে শিগগিরই তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ডস ২০১৯।


তথ্যপ্রযুক্তির ব্যবহার করে বিভিন্ন সমস্যা সমাধান ও প্রযুক্তিভিত্তিক উদ্ভাবনী প্রকল্পের আবেদন গ্রহণ, প্রকল্প উপস্থাপন ও যাচাই-বাছাই শেষে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হবে আগামী সেপ্টেম্বরে।


বেসিস সূত্রে জানা গেছে, বরাবরের মতো এবারের আসরেও ৭টি বিভাগে ৩৫টি ক্যাটাগরিতে মোট ১০৫টি পুরস্কার দেবে বেসিস। প্রতিযোগিতায় চ্যাম্পিয়নদের মধ্য থেকে মনোনীত দল অংশ নেবে নভেম্বরে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য অ্যাপিকটা অ্যাওয়ার্ডসে।


জানা গেছে, বেসিস সভাপতির চীন সফর শেষে আগামী ৯-১০ জুলাই থেকে শুরু হবে আবেদন গ্রহণ পর্ব। অনলাইনে আবেদন গ্রহণ করা হবে ২৫ দিন। এরপর বাছাইকৃত প্রকল্পগুলো নিয়ে ২ দিনে প্রকল্প প্রদর্শনী অনুষ্ঠান শেষে বিচারকদের রায়ে নির্বাচন করা হবে সেরা প্রকল্প। বিজয়ী প্রকল্পগুলোকে সম্মাননা দেয়া হবে ২৫ সেপ্টেম্বর।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com