শিরোনাম
মোটরসাইকেল কিনতে লাগবে ড্রাইভিং লাইসেন্স
প্রকাশ : ০২ জুলাই ২০১৯, ২০:৫৫
মোটরসাইকেল কিনতে লাগবে ড্রাইভিং লাইসেন্স
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ড্রাইভিং লাইসেন্স ছাড়া এখন থেকে আর কেনা যাবে না মোটরসাইকেল। দেশে মোটরসাইকেল কেনার ক্ষেত্রে ক্রেতার জন্য ড্রাইভিং লাইসেন্স বাধ্যতামূলক করার নিয়ম করা হয়েছে।


এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তপক্ষ (বিআরটিএ)।


ওই গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক সেপ্টেম্বর ২০১৯ থেকে মোটরসাইকেল কিনতে হলে ক্রেতার ন্যূনতম শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অন্যথায় তিনি মোটরসাইকেল কিনতে পারবেন না।



বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিতকল্পে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ব্যক্তির পাশাপাশি প্রতিষ্ঠানভাবে মোটরসাইকেল কেনার ক্ষেত্রেও যার জন্য কেনা হচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স কিংবা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স থাকত হবে।


পৃথিবীর বিভিন্ন দেশে মোটরসাইকেল কিনতে হলে ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। প্রতিবেশি দেশ ভারতেও এই নিয়ম চালু রয়েছে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com