শিরোনাম
বৃহস্পতিবার থেকে বিআইসিসিতে বসছে ছাড় ও উপহারের মেলা
প্রকাশ : ৩০ জুন ২০১৯, ১৩:৩৭
বৃহস্পতিবার থেকে বিআইসিসিতে  বসছে ছাড় ও উপহারের মেলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের স্মার্ট ডিভাইস ব্যবহারকারীদের সর্বশেষ মডেলের স্মার্টফোন ও ট্যাব পরখ করে দেখার সুযোগ দিতে আবারও রাজধানীতে বসছে স্মার্টফোন ও ট্যাব মেলা।


বৃহস্পতিবার থেকে রাজধানীর আগারগাঁওয়ের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) শুরু হচ্ছে গ্রীষ্মকালীন এই মেলা। তিনদিনের মেলা চলবে শনিবার পর্যন্ত।


রবিবার সংবাদ সম্মেলন করে মেলার আয়োজন নিয়ে বিস্তারিত তুলে ধরে আয়োজক প্রতিষ্ঠান এক্সপো মেকার।


প্রতিষ্ঠানটির কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান জানান, স্মার্টফোন ও ট্যাব নিয়ে দেশে এটিই সবচেয়ে বড় আয়োজন। স্মার্টফোন, ট্যাবলেট ও স্মার্টফোনের গ্যাজেট নিয়ে এটি ১২তম আসর।


তিনি জানান, বরাবরের মতো মেলায় সর্বশেষ প্রযুক্তি ও ডিজাইনের ডিভাইস নিয়ে হাজির হবে দেশি-বিদেশি সেরা স্মার্টফোন ব্র্যান্ডগুলো। এছাড়াও মেলায় স্মার্টফোন ও ট্যাবলেটের পাশাপাশি আনুষঙ্গিক গ্যাজেটও পাওয়া যাবে। নতুন পণ্যের পাশাপাশি মেলায় বরাবরের মতো থাকবে বিশেষ ছাড় ও উপহার। এছাড়া, বিভিন্ন ব্র্যান্ডের বিশেষ সব আয়োজন তো রয়েছেই।


হুয়াওয়ে টেকনোলজিস বাংলাদেশের সেলস ডিরেক্টর জুনিয়র সালাউদ্দীন সানজি বলেন, মেলায় নতুন বেশ কিছু অফার থাকছে। থাকবে হট সামার, কুল অফার। এছাড়াও, আরও অফার থাকবে। মেলায় স্মার্টফোনের পাশাপাশি অ্যাক্সেসরিজ থাকছে। তরুণদের জন্য থাকছে স্মার্টওয়াচ। নতুন কিছু অফার মেলাতেই পাওয়া যাবে।


মেলার প্লাটিনাম স্পন্সর স্যামাংয়ের মোবাইলের হেড অব প্রোডাক্ট ফজলুল মুসাওইর চৌধুরী বলেন, স্যামসাং মেলায় নির্দিষ্ট কিছু হ্যান্ডসেটে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেবে। থাকবে বিভিন্ন অফার, ছাড়। থাকবে নতুন দুটি ট্যাব। থাকবে গেমিং জোন।


আরেক প্লাটিনাম স্পন্সর অপ্পো বাংলাদেশের মার্কেটিং ম্যানেজার ও পাবলিক রিলেশন ম্যানেজার ইফতেখার উদ্দীন সানি বলেন, দেশে নতুন সিরিজ অপ্পো রেনে এনেছে অপ্পো। এছাড়াও নতুন হ্যান্ডসেট থাকবে। থাকবে ছাড় ও অফার।


গোল্ড স্পন্সর ভিভো বাংলাদেশের অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার তানজীব আহমেদ বলেন, ২০১৭ সালে শুরু করে ভিভো দেশে এখন খুব জনপ্রিয় ব্যান্ড। ভিভো নতুন গেমিং ফোন আনছে। থাকছে আকর্ষণীয় ছাড়, অফার ও ক্যাশব্যাক।


আরেক গোল্ড স্পন্সর ডিএক্স টেলের ডিরেক্টর সাকিব আরাফাত বলেন, আমরা মেলায় শাওমির সব পণ্য নিয়ে থাকছি। কিছু পণ্যে ৫০ শতাংশের বেশি ছাড় থাকবে। এছাড়াও, আরো অফার থাকছে।


প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকবে এই মেলা।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com