শিরোনাম
এসারের প্রিডেটর সিরিজের গেমিং ল্যাপটপ
প্রকাশ : ২৯ জুন ২০১৯, ১৪:১৬
এসারের প্রিডেটর সিরিজের গেমিং ল্যাপটপ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাজারে নিয়ে এসেছে এসার প্রিডেটর হেলিওস ৩০০ মডেলের নতুন ল্যাপটপ।


প্রফেশনাল গেমারদের জন্য তৈরি এই ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল ৮ম জেনারেশন কোর আই ফাইভ প্রসেসর, ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম, জিটিএক্স ১০৫০ টি আই ৪জিবি গ্রাফিক্স কার্ড, ১২৮ জিবি এসএসডি, ১ টেরাবাইট হার্ডড্রাইভ এবং ব্যাকলিট কীবোর্ড।


ল্যাপটপটিতে ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে ব্যবহার করা হয়েছে যার রেজ্যুলুশন ১৯২০*১০৮০ এবং আসপেক্ট রেশিও ১৬:৯।


ওয়াইড অ্যাঙ্গেল এই ডিসপ্লেটির ভিউ অ্যাঙ্গেল ১৭০ ডিগ্রী। তাছাড়াও আল্ট্রা স্লিম এই ডিসপ্লেটিতে মার্কারি ফ্রি পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।


গেমারদের সুবিধার্থে এই ল্যাপটপটিতে সংযুক্ত করা হয়েছে অপটিমাইজড ডলবি অডিও প্রিমিয়াম সাউন্ড এনহান্সমেন্ট প্রযুক্তি।


লোয়ার ডিসটর্শন, ওয়াইডার ফ্রিকোয়েন্সি রেঞ্জ এবং হেডফোনের মত স্পষ্ট ও শক্তিশালি সাউন্ড নিশ্চিতের জন্য এতে এসার ট্রু-হারমনি প্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ২ বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৯৫ হাজার টাকা।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com