শিরোনাম
সাইবার-বুলিং সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে
প্রকাশ : ২২ জুন ২০১৯, ১৭:২১
সাইবার-বুলিং সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সাইবার-বুলিংয়ের মতো গুরুপূর্ণ বিষয় সম্পর্কে কোমলমতি শিক্ষার্থীদের সচেতন করতে আইএসডি মিলনায়তনে আজ এক প্যানেল আলোচনাসভার আয়োজন করলো ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা।


বিহেভিয়েরাল কাউন্সেলর ডুবি হোয়াইটকম্ব এর সভাপতিত্বে আয়োজিত এই আলোচনা সভায় উঠে এসেছে সাইবার-বুলিংয়ের বিভিন্ন দিক। যেমন, কিভাবে স্কুল ছাত্ররা সাইবার-বুলিং থেকে নিজেদের নিরাপদ রাখতে করতে পারে, বুলিংয়ের শিকার শিশুদের মানসিক অবস্থা, বুলিং রোধ করতে বাবা মায়ের ভূমিকা, বুলিং থামানোর উপায়, অনলাইন শিষ্টাচারসহ আরো অনেক কিছুই।


আইএসডি এর স্কুল কাউন্সিলর লিসা রিড, আইএসডি এর সেকেন্ডারি স্কুল প্রিন্সিপাল ইলডিকো মুরে, গ্রেড-এইট এর শিক্ষার্থী জিমরান রহমান এবং একজন আইএসডি শিক্ষার্থীর অভিভাবক সক্রিয়ভাবে অংশ নেন প্যানেল আলোচনার আলোচক হিসেবে।


এছাড়াও উপস্থিত শিক্ষার্থীরা আলোচকদের সাথে আলোচনায় অংশ নিয়ে আলোচ্য বিষয় নিয়ে তাদের অভিজ্ঞতা ও অভিমত জানায়। নিজেরাই নিজেদের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে শিক্ষার্থীদের বিস্তারিত আলোচনা করবারও সুযোগ ছিলো এই আয়োজনে। এছাড়াও সাইবার-বুলিং প্রতিরোধে করণীয় এবং করণীয় নয় এই বিষয়গুলোও উঠে আসে আলোচনায়।


এই বিষয়ে সেকেন্ডারি স্কুল প্রিন্সিপাল ইলডিকো মুরে বলেন, “ইন্টারনেট কিংবা সোশ্যাল মিডিয়া ছাত্রদের গবেষণা কিংবা হোমওয়ার্ক টিউটরিংয়ের জন্যে সম্ভাবনার এক নতুন দুয়ার খুলে দিলেও এর সাথে সাথে তৈরি হয়েছে সাইবার বুলিং এর শিকার হবার সুযোগ। যেহেতু সাইবার বুলিং অনলাইনে ঘটে, তাই শিক্ষার্থীরা এখন স্থান-কাল ভেদেই আক্রান্ত হচ্ছে সাইবার আক্রমণের। ইউনিসেফ এর তথ্য অনুসারে বাংলাদেশের প্রায় ৩২% শিশুই অনলাইনে নৃশংসতা, সাইবার-বুলিং এবং ডিজিটাল নিপীড়ন থেকে অরক্ষিত অবস্থায় রয়েছে। এই বিষয়টি বিবেচনা করেই শিক্ষার্থীদের সাইবার-বুলিং থেকে নিরাপত্তা দিতে ও আমাদের স্কুলটিকে শিশুদের জন্যে নিরাপদ করে গড়ে তুলতেই আমাদের এই প্রয়াস”।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com