শিরোনাম
হুয়াওয়ের ফাইভ-জি’র এলটিই-আর সলিউশন
প্রকাশ : ১২ জুন ২০১৯, ১৪:৫১
হুয়াওয়ের ফাইভ-জি’র এলটিই-আর সলিউশন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত ইউআইটিপি গ্লোবাল পাবলিক ট্রান্সপোর্ট সামিট ২০১৯-এ পরবর্তী প্রজন্মের প্রযুক্তিনির্ভর রেল যোগাযোগ ব্যবস্থা গড়তে যৌথভাবে এলটিই-রেলওয়ে (এলটিই-আর) সলিউশন চালু করা হয়েছে।


সেবাটি যৌথভাবে চালু করেছে হুয়াওয়ে ও অংশীদার প্রতিষ্ঠান তিয়ানজিন ৭১২ কমিউনিকেশন অ্যান্ড ব্রডকাস্টিং কোম্পানি লিমিটেড (টিসিবি ৭১২)।


তারবিহীন উন্নত ও নিরাপদ রেল যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে উচ্চ গতিসম্পন্ন, বিশ্বস্ত ও বুদ্ধিবৃত্তিক এ সলিউশনটি এরই মধ্যে চীনে চালু করা হয়েছে।


নিরাপদ ও নির্ভরযোগ্য রেল সেবার মূল ভিত্তি যাত্রী, ট্রেন ও অবকাঠামোর মধ্যে তথ্য আদান-প্রদান নিশ্চিত করা।


এছাড়া স্বয়ংক্রিয় ড্রাইভিং, বুদ্ধিবৃত্তিক ট্রেন এবং স্মার্ট স্টেশন গড়ে ওঠায় উচ্চ গতিসম্পন্ন তারবিহীন যোগাযোগ প্রযুক্তির প্রয়োজন দেখা দিয়েছে।


এসব চাহিদা মেটাতে এবং সম্পূর্ণ সংযুক্ত রেলযোগাযোগ ব্যবস্থা গড়তে এলটিই-আর সলিউশন উন্নয়ন করেছে হুয়াওয়ে।


এলটিই-আর সলিউশন ফাইভজি নেটওয়ার্ক প্রযুক্তি সমর্থন করে এবং জিএসএম-আর এর সঙ্গে সংযুক্ত।


এ সলিউশনের অ্যাডভান্সড ফিচারগুলোর মধ্যে রয়েছে মাল্টিপল ট্র্যাকিং সার্ভিস যেমন-মিশন ক্রিটিক্যাল পুশ টু টক ভয়েস, ভিডিও, ডাটা এবং এলটিই-আর সলিউশনের মাধ্যমে ট্রেন নিয়ন্ত্রণ, ট্রেন ছেড়ে যাওয়া, যাত্রীর তথ্য সংরক্ষণ, সিসিটিভি এবং রেলের অন্যান্য সেবা।


ফাইভজির সহায়তায় এ সলিউশন ভবিষ্যতে এমন একটি রেল সেবা গড়ে তুলবে, যেখানে সবকিছুই ইন্টারনেট সংযুক্ত হবে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com