শিরোনাম
ডেবিট-ক্রেডিট কার্ডে ওয়ালটন এসি কেনায় ১০ শতাংশ ছাড়
প্রকাশ : ১১ জুন ২০১৯, ১৭:২২
ডেবিট-ক্রেডিট কার্ডে ওয়ালটন এসি কেনায় ১০ শতাংশ ছাড়
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে এয়ার কন্ডিশনার কেনায় ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে ওয়ালটন।


দেশের যে কোনো ওয়ালটন প্লাজা এবং অনলাইনের ই-প্লাজা থেকে এসি কিনে ৫টি নির্দিষ্ট ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করলেই এই ছাড় পাওয়া যাবে। এ সুযোগ থাকছে পুরো জুন মাসজুড়ে।


ওয়ালটন সূত্রে জানা গেছে, যেসব ব্যাংকের ভিসা, মাস্টারকার্ড, নেক্সাস এবং অ্যামেক্স কার্ডের মাধ্যমে ১০ শতাংশ মূল্যছাড় সুবিধায় ওয়ালটন এসি কেনা যাবে সেগুলো হলো- ডাচ-বাংলা ব্যাংক, ব্র্যাক ব্যাংক, সাউথ-ইস্ট ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং সিটি ব্যাংক।


ওয়ালটনের নির্বাহী পরিচালক এবং এসির সিইও মোহাম্মদ তানভির রহমান বলেন, শুধুমাত্র ডেবিট ও ক্রেডিট কার্ডধারী ক্রেতাদের এই সুযোগ দেয়া হচ্ছে। এরফলে ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ক্রেতারা দেশীয় পণ্য কিনতে অভ্যস্ত হবেন।


তিনি জানান, দেশের যে কোনো ওয়ালটন প্লাজার পাশাপাশি বিশ্বের যে কোনো স্থানে বসেই এসিসহ সব ধরনের ওয়ালটন পণ্য কেনার সুযোগ রয়েছে। ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম (eplaza.waltonbd.com) ওয়েবসাইট থেকে ক্রেতারা পণ্য কেনার অর্ডার বা ফরমায়েস দিতে পারবেন। অনলাইন থেকে কেনা পণ্য ৩১৪টি ওয়ালটন প্লাজার মাধ্যমে সারা দেশে ডেলিভারি দেয়া হচ্ছে।


বাংলাদেশে প্রচলিত ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেক্সাস, ভিসা ও মাস্টার কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, বিকাশ, রকেট অথবা এম-ক্যাশের মতো মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে অনলাইন থেকে কেনা ওয়ালটন পণ্যের মূল্য পরিশোধ করা যাচ্ছে।


ওয়ালটন এসির চিফ অপারেটিং অফিসার প্রকৌশলী ইসহাক রনি জানান, গ্রাহকের হাতে সর্বাধুনিক প্রযুক্তির পণ্য তুলে দিতে এসিতে ব্যাপক বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার, আয়োনাইজার, টার্বো কুলিং মোড, গোল্ডেন ফিনের মতো বিশ্বের লেটেস্ট প্রযুক্তি যুক্ত করেছেন তারা। পাশাপাশি ওয়ালটনের রয়েছে আইওটি বেইজড স্মার্ট এসি; যা ভয়েস কমান্ড ও মুঠোফোনে নিয়ন্ত্রণযোগ্য। অর্থাৎ ভয়েস কন্ট্রোল বা অ‌্যামাজন ইকোর মাধ্যমে রিমোট কন্ট্রোল ছাড়াই স্মার্ট এসির শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা বাড়ানো, কমানো, চালু বা বন্ধ করা যায়। এসিতে প্রতিদিন বা মাসিক বিল আসছে কত? ভোল্টেজ লো না হাই? কম্প্রেসর কি ওভারলোডে চলছে? ওয়ালটন স্মার্ট এসিতে সহজেই এসব জানা যায়।


ওয়ালটন এসি সেলস মনিটরিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান মো. জাহিদুল ইসলাম জানান, বর্তমানে বাজারে রয়েছে, ১-২ টনের ১৭ মডেলের ওয়ালটন স্লিট এসি। যার দাম ৩৫,৯০০ টাকা থেকে ৭৬,৪০০ টাকার মধ্যে। ওয়ালটনের রয়েছে মুঠোফোনে নিয়ন্ত্রণযোগ্য ৪ মডেলের স্মার্ট এসি। ছয় মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টিসহ ইনভার্টার এসির কম্প্রেসরে ১০ বছরের ওয়ারেন্টি দিচ্ছে ওয়ালটন।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com