শিরোনাম
গুগল ম্যাপে আসছে তিনটি নতুন ফিচার
প্রকাশ : ১১ জুন ২০১৯, ১২:২১
গুগল ম্যাপে আসছে তিনটি নতুন ফিচার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

অচেনা গন্তব্যে পৌঁছানো অনেকখানি সহজ করেছে গুগল ম্যাপ। তবে এতোদিন তা ছিল কেবল ট্রেন বা বাসের ক্ষেত্রে। কিন্তু শহরের অলিগলি বা কোনও প্রত্যন্ত গ্রাম। যা আপনি চেনেন না, আপনাকে তো পৌঁছাতেই হবে।


উপায় কী? সেকথা ভেবে নয়া উদ্যোগ নিল গুগল ম্যাপ। খুব শিগগিরই গুগল ম্যাপে যোগ হতে চলেছে তিনটি নতুন ফিচার। যা অচেনা গন্তব্যে পৌঁছানো আরও সহজ করে দেবে। এর মধ্যে একটি হলগুগল ম্যাপে নেভিগেশনে এবার থেকে দেখা যাবে অটোরিকশার রুটও।


বাস যাত্রার সময় : গন্তব্যে পৌঁছাতে বাসে চড়েছেন। কিন্তু রাস্তায় প্রচুর জ্যাম। ঠিক কতক্ষণে পৌঁছাতে পারবেন গন্তব্যে? এবার আগেভাগেই তা জানিয়ে দেবেগুগল ম্যাপ। এই প্রথম পাবলিক ট্রান্সপোর্টে গন্তব্যে পৌঁছানোর সম্ভাব্য সময় জানা যাবে। দেরি হলে সবুজ রঙে তা দেখিয়ে দেবে গুগল ম্যাপ।


লাইভ ট্রেন স্ট্যাটাস : ট্রেনের জন্য অপেক্ষা করছেন। কিন্তু ট্রেনের দেখা নেই। এবার সেই সমস্যার সমাধান বের করল গুগল ম্যাপ। ট্রেন লেট থাকলে এবার গুগল ম্যাপ নেভিগেশনে তা লাইভ দেখা যাবে। যদিও আপাতত শুধুমাত্র লম্বা দুরত্বের ট্রেন সফরে এই ফিচার কাজ করবে। শহরতলির ট্রেনে এই ফিচার শুরু হচ্ছে না।


অটো রিক্সায় সফর : তবে শুধু ট্রেন বা বাস নয়। এই প্রথম গুগল ম্যাপে নেভিগেশনে অটোরিকশার রুটও দেখানো হবে। এছাড়াও আর কোন কোন যানবাহনে, কোন পথে জলদি গন্তব্যে পৌঁছানো যাবে তা দেখা যাবে গুগল ম্যাপে। এর সাথেই এক জায়গা থেকে অন্য যায়গাতে অটোরিকশায় যেতে কত ভাড়া লাগবে তাও জানা যাবে এই নেভিগেশন অ্যাপ থেকে। সুতরাং এবার থেকে যাত্রা আরও সহজ হবে আপনার জন্য।


আপাতত ভারতরে বেঙ্গালুরু, চেন্নাই, কোয়েম্বাটোর, দিল্লি, হায়দরাবাদ, মুম্বাই, পুণে এবং সুরাট শহরে এই পরিষেবা শুরু হচ্ছে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com