শিরোনাম
ফোন নম্বর গোপন রাখার প্রযুক্তি চালু করল উবার
প্রকাশ : ১০ জুন ২০১৯, ২১:৪৮
ফোন নম্বর গোপন রাখার প্রযুক্তি চালু করল উবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশে ‘টু ওয়ে ফোন অ্যানোনিমাইজেসন’ প্রযুক্তি চালু করেছে অন-ডিমান্ড রাইড শেয়ারিং কোম্পানি উবার।


সোমবার থেকে চালু হওয়া এই প্রযুক্তির ফলে চালক ও যাত্রীদের একে অপরের সাথে যোগাযোগের ক্ষেত্রে ভিন্ন মাত্রা যোগ করবে।


এই প্রযুক্তির মাধ্যমে ট্রিপ সংক্রান্ত বিষয়ে যাত্রী ও চালক যখন একে অপরের সাথে যোগাযোগ করবেন তখন তাদের দুই জনের ব্যক্তিগত ফোন নাম্বার গোপন থাকবে। কেউ কারো ব্যক্তিগত নাম্বার জানতে পারবেন না।


ফিচারটির বিষয়ে উবার বাংলাদেশ লিড জুলকার কাজী ইসলাম জানান, উবারের মূলে রয়েছেন যাত্রী ও চালকরা। ফোন অ্যানোনিমাইজেসন ফিচারটি চালুর মাধ্যমে চালক ও যাত্রীদের ব্যক্তিগত তথ্য নিরপদ থাকবে এবং তাদের মধ্যকার যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত হবে। যাত্রী ও চালকরা নিরাপত্তা আরো জোরদার করার পথে আরো একটি শক্ত পদক্ষেপ আমাদের এই ফোন অ্যানোনিমাইজেসন ফিচার।


তিনি জানান, চালক ও যাত্রীদের নিরাপত্তা বৃদ্ধিতে তৈরি এই ফোন অ্যানোনিমাইজেসন প্রযুক্তি নিশ্চিত করবে যেন চালক ও যাত্রী উভয়ের ব্যক্তিগত তথ্য সব সময় নিরাপদ থাকে। এই প্রযুক্তিতে একটি সফটওয়্যারের মাধ্যমে যাত্রী ও চালকের মধ্যকার কলটি কানেক্ট করা হবে যা উভয়েরই ব্যক্তিগত ফোন নাম্বার গোপন রাখবে।


বিবার্তা/উজ্জ্বল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com