শিরোনাম
ডুয়েল রোটেটিং ক্যামেরার ফোন গ্যালাক্সি এ ৮০
প্রকাশ : ০৩ জুন ২০১৯, ১১:৫৪
ডুয়েল রোটেটিং ক্যামেরার ফোন গ্যালাক্সি এ ৮০
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রতিযোগীতার বাজারে এবার হাইএন্ড সিরিজের নতুন একটা ফোন নিয়ে এলো দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্যামসাং। মডেল স্যামসাং গ্যালাক্সি এ ৮০।


ফোনটির বিশেষত্ব হচ্ছে, এতে রোটেটিং ক্যামেরা রয়েছে। ক্যামেরাটির সাহায্যে রিয়ার ফটো ও সেলফি তোলার কাজে ব্যবহার করা যাবে। এতে ডুয়েল রোটেটিং ক্যামেরা লেন্স ব্যবহার করা হয়েছে।


ডুয়েল সিমের এই ফোনে ৬.৭ ইঞ্চি র ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলিড ডিসপ্লে রয়েছে। ফোনটি পরিচালনার জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৩০জি মডেলের চিপসেট।


অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেমে চালিত ফোনটিতে থাকছে স্যামসাংয়ের নিজস্ব অপারেটিং কাস্টম ইউজার ইন্টারফেস ওয়ান ইউআই।


ছবি তোলার জন্য গ্যালাক্সি এ ৮০ ফোনের রোটেটিং ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা। একই ক্যামেরা ১৮০ ডিগ্রি ঘুরে রিয়ার ক্যামেরা ও সেলফি ক্যামেরার কাজ করবে।


এই ক্যামেরায় থাকছে একটি ৪৮ মেগাপক্সেল প্রাইমারি সেন্সর। সঙ্গে থাকছে 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর একটি থ্রি ডি ডেপ্ত সেন্সর।


৮ জিবি র‌্যামের এই ফোনে ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। নিরাপত্তার জন্য আছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।


ব্যাকআপের জন্য আছে ৩৭০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। দ্রুত গতিতে চার্জ দেয়ার জন্য ফোনটিতে ২৫ ওয়াট ফাস্ট চার্জিং টেকনোলজি ব্যবহার করা হয়েছে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com