শিরোনাম
সাশ্রয়ী মূল্যের ১২ কোরের রাইজেন প্রসেসর
প্রকাশ : ২৮ মে ২০১৯, ১৩:১৭
সাশ্রয়ী মূল্যের  ১২ কোরের রাইজেন  প্রসেসর
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গেমারদের জন্য কম্পিউটারের প্রসেসর একটা গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। তাদের কথা চিন্তা করে নতুন একটা প্রসেসর বাজারে নিয়ে এলো এএমডি। মডেল রাইজেন ৯৩৯০০এক্স।


কম্পিউটেক্স মেলায় সম্প্রতি নতুন এই প্রসেসরটি উন্মোচন করা হয়েছে।


১২ কোরের এই প্রসেসর ইন্টেলের টপ-অব-দ্য-লাইন কোর আই৯-৯৯২০এক্স প্রসেসর থেকেও ভালো পারফরমেন্স দেবে বলে দাবি প্রতিষ্ঠানটির।


এএমডির সিইও লিসা সু বলেন, ৭-ন্যানোমিটার আর্কিটেকচারের এই ডেস্কটপ প্রসেসরটি ইন্টেলের প্রসেসরের চেয়েও দাম অনেক কম। ইন্টেলের কোর আই৯-৯৯২০এক্স এর বাজার দাম প্রায় ১২০০ ডলার। অন্যদিকে, রাইজেন ৯৩৯০০এক্স এর দাম পড়বে মাত্র ৪৯৯ ডলার।


এএমডির এই নতুন প্রসেসরটি বাজারে পাওয়া যাবে ৭ জুলাই।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com