শিরোনাম
সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ‘গ্যালাক্সি এ২ কোর’
প্রকাশ : ১৯ মে ২০১৯, ১২:১৯
সাশ্রয়ী মূল্যের স্মার্টফোন ‘গ্যালাক্সি এ২ কোর’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বার ফোন থেকে স্মার্টফোনে ব্যবহারে আগ্রহী ক্রেতাদের হাতে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন তুলে দিতেই স্যামসাং নিয়ে গ্রাহকদের জন্য নিয়ে এলো ‘গ্যালাক্সি এ২ কোর’।


গ্রাহকদের জন্য স্মার্টফোনটিতে উচ্চ ব্যবহার ক্ষমতা এবং অতিরিক্ত মেমোরি স্পেস দিতেই গ্যালাক্সি এ২ কোর এ ব্যবহার করা হয়েছে এর জন্যে বিশেষভাবে ডিজাইন করা অ্যান্ড্রয়েড গো এডিশন। ফোনটিতে রয়েছে ইনবিল্ট ১৬ গিগাবাইট স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ড ব্যবহারে বাড়িয়ে নেয়া যাবে ২৫৬ গিগাবাইট পর্যন্ত।


উপরন্তু গ্যালাক্সি এ২ কোর এ কিউএইচডি ৫ ইঞ্চি ডিসপ্লে রয়েছে। এতে থাকা ৫ মেগাপিক্সেল ক্যামেরা চমৎকার ছবি তুলতে সক্ষম।


এই ফোনটি সম্পর্কে স্যামসাং বাংলাদেশ এর হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘যেসব গ্রাহক প্রথমবারের মতো স্মার্টফোন ব্যবহার করতে চাচ্ছেন, তাঁদের জন্যে দারুণ একটি ফোন হবে গ্যালাক্সি এ২ কোর। এর পূর্বসূরি গ্যালাক্সি জে২ কোর স্থানীয় বাজারে সর্বাধিক বিক্রিত ফোনগুলোর একটি হবার গৌরব অর্জন করেছিলো। তাই জে২ এর উত্তরসূরি এ২ কোর ও সেই ধারাবাহিকতা বজায় রাখবে বলেই আমরা বিশ্বাস করি।’


সব বয়েসিদের জন্যেই দারুণ ভাবে ব্যবহার উপযোগী ডিজাইন এর ফোনটি পাওয়া যাচ্ছে নীল, সোনালী এবং কালো এই তিনটি গ্লসি রঙ এ। আকর্ষণীয় এই ফোনটির দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ৫৯০ টাকা।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com