শিরোনাম
সিম্ফনির নতুন স্মার্টফোন ‘আই৬৫’ ও ‘আর ৪০’
প্রকাশ : ০৫ মে ২০১৯, ১৫:৪১
সিম্ফনির নতুন স্মার্টফোন ‘আই৬৫’ ও  ‘আর ৪০’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের বাজারে দুইটি স্মার্টফোন ‘আই৬৫’ এবং ‘আর ৪০’ নিয়ে এলাে বাংলাদেশের শীর্ষস্থানীয় মোবাইল কোম্পানি সিম্ফনি।


রবিবার দুপুরে সিম্ফনির হেড অফিসে ফোন দুইটির উদ্বোধন করা হয়।


এই সময় উপস্থিত ছিলেন, এডিসন গ্রুপের চেয়ারম্যান আমিনুর রশিদ, ম্যানেজিং ডাইরেক্টর জাকারিয়া শাহীদ এবং সিনিয়র ডাইরেক্টর মাকসুদুর রহমান।


সিম্ফনি আই৬৫ স্মার্টফোন ফোরজি সাপোর্টেট। এত রয়েছে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ। ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল অটো ব্যাক ক্যামেরা, সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ফ্রন্ড ক্যামেরা।


৫.৪৫ ইঞ্চি ফুল ভিশন আইপিএস ২.৫ ডি ডিসপ্লে রয়েছে ফোনটিতে। ফোনটিতে রয়েছে ২৫০০ এমএএইচ ব্যাটারি।


সিম্ফনি আর৪০ স্মার্টফোন থ্রিজি সাপোর্টেট। এত রয়েছে ১ জিবি র‌্যাম এবং ৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ। ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে ৮ মেগাপিক্সেল অটো ব্যাক ক্যামেরা, সেলফি তোলার জন্য রয়েছে ৫ মেগাপিক্সেল ফিক্সড ফোকাস ফ্রন্ড ক্যামেরা।


৫.৪৫ ইঞ্চি ফুল ভিশন আইপিএস ২.৫ ডি ডিসপ্লে রয়েছে ফোনটিতে। ফোনটিতে রয়েছে ৪ হাজার এমএএইচ ব্যাটারি।


ফােন দুইটি সিম্ফনির সব আউটলেটে পাওয়া যাবে। ৬ হাজার ১৯০ টাকা করে ফোন দুইটি পাওয়া যাবে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com