শিরোনাম
আইটেলের সাশ্রয়ী মূল্যের ডুয়েল ফোর-জি স্মার্টফোন
প্রকাশ : ০১ মে ২০১৯, ১৬:২৭
আইটেলের সাশ্রয়ী মূল্যের ডুয়েল ফোর-জি স্মার্টফোন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

এন্ট্রি লেভেল স্মার্টফোনের মার্কেটে আইটেল বর্তমানে একটি জনপ্রিয় নাম। ক্রেতার চাহিদার কথা মাথায় রেখে ট্রানশন বাংলাদেশ এর জনপ্রিয় মোবাইল ফোন ব্র্যান্ড আইটেল মোবাইল বাজারে নিয়ে এলো সাশ্রয়ী দামে নতুন ডুয়েল স্ট্যান্ডবাই ফোর-জি স্মার্টফোন A46।


আইটেল মোবাইলের অন্যান্য সিরিজের হ্যান্ডসেটের ব্যাপক সফলতার পর বাজারে নতুন আলোড়ন সৃষ্টি করার সকল ফিচার আছে এই নতুন স্মার্টফোনে।


৪জি হ্যান্ডসেটের রেঞ্জে নতুন এন্ট্রি হল A46 এর, তাও আবার ডুয়াল স্ট্যান্ডবাই ফো-জি নেটওয়ার্ক এর সাথে। ফলে ২টি সিমেই স্ট্যান্ডবাই ফোরজি কানেকশনের সুবিধা পাবে ব্যবহারকারী।


ফোনটিতে ২ জিবি র‍্যাম,১৬ জিবি রম,আর ১.৬ গিগাহার্জ অক্টা-কোর প্রসেসরের কারণে ওভারঅল পারফরমেন্স হবে আরও দুর্দান্ত! এর পাশাপাশি এই ফোনে আরও আছে ৮ মেগাপিক্সেল মেইন ক্যামেরাসহ ডুয়েল এআই ক্যামেরা।


আইটেল বরাবরই স্বল্প দামে অত্যাধুনিক প্রযুক্তির ফিচার দেয়ার চেষ্টা করে থাকে, আর তাই ক্রেতাদের মধ্যেও রয়েছে এর ব্যাপক চাহিদা। এর ধারাবাহিকতায়, A46 এ থাকছে সর্বাধুনিক প্রযুক্তির ফেস আনলক সুবিধা, কাস্টমাইজড মাল্টি - ফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তিসহ এমন আরও অনেক দারুণ সব ফিচার।


সহজ ইন্টারনেট ব্রাউজিং, গেমিং আর যেকোনো মিডিয়া উপভোগ করার জন্য আছে ৫.৫ ইঞ্চি এইচডি+ আই পি এস ফুলস্ক্রিন ডিসপ্লে। এন্ড্রয়েড এর সর্বশেষ সংযোজন এন্ড্রয়েড 9 (Pie) থাকছে অপারেটিং সিস্টেম হিসেবে।


এত সব ফিচারসহ এই মডেলটির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ করা হয়েছেমাত্র ৬ হাজার ৯৯০ টাকা।


নতুন মডেল সম্পর্কে ট্রান্সশান বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজওয়ানুল হক বলেন, “ফোরজি ফোন এর চাহিদার কথা মাথায় রেখেই সর্বাধুনিক প্রযুক্তির ডুয়েল স্ট্যান্ডবাই ফোর-জি স্মার্টফোন আইটেল A46 বাজারে ছাড়া হলো। সাশ্রয়ী মূল্যের এই ফোনে ৮ মেগাপিক্সেল ডুয়াল এআই ক্যামেরা, ফেস আনলক, মাল্টি - ফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এমন অনেক আধুনিক ফিচার রয়েছে, যেটা এই প্রাইস রেঞ্জ এ পাওয়া আসলেই কঠিন। এছাড়াও এর আকর্ষণীয় ডিজাইনর কারণে আইটেল A46 খুব সহজেই ক্রেতাদের নজর কাড়বে বলে আশা করা যায়।”


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com