শিরোনাম
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণরের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের সাক্ষাৎ
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৭
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণরের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের সাক্ষাৎ
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আইসিটি খাতে সহজ ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনসহ ইক্যুইটি এন্টারপ্রেণারশিপ ফান্ড (ইইএফ) বা সমমূলধনী তহবিলের দীর্ঘমেয়াদী প্রক্রিয়াকে স্বল্প মেয়াদী করার ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর এস এম মনিরুজ্জামান।


রবিবার বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ কম্পিউটার সমিতি’র (বিসিএস) সভাপতি আলী আশফাক, সহ-সভাপতি ইউসুফ আলী শামীম, মহাসচিব ইঞ্জিনিয়ার সুব্রত সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।



ডেপুটি গভর্ণরের উদ্দেশ্যে বিসিএস সভাপতি আলী আশফাক বলেন, ‘বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের উন্নয়ন ও প্রসারলাভে আপনার নিরলস কর্মপ্রচেষ্টায় আমরা বরাবরই মুগ্ধ হয়েছি। কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্বলিত আপনার নেতৃত্বে সকল বাধা বিপত্তি অতিক্রম করে ব্যাংকিং ব্যবস্থায় এই যুগান্তকারী পরিবর্তন সাধিত হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইক্যুইটি এন্টারপ্রেণারশিপ ফান্ডকে (ইইএফ) সহজলভ্য করে আইটি ব্যবসার উদ্যোক্তাদের সহযোগিতা করার জন্য আমরা আপনার বিশেষ সহযোগিতা কামনা করি। সাইবার নিরাপত্তাসহ যেকোন আইসিটি সংক্রান্ত বিষয়ে বিসিএস স্বেচ্ছাপ্রণোদিত ভাবে বাংলাদেশ ব্যাংককে সহযোগিতা দিতে সবসময় পাশে থাকবে’।


বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্ণর বলেন, ‘আমি আনন্দিত যে, আপনারা আমাকে অভিনন্দন জানাতে আমার কার্যালয়ে এসেছেন। কেন্দ্রীয় ব্যাংক সহজ ব্যাংকিং ব্যবস্থা প্রবর্তনের পাশাপাশি অন্যান্য ব্যাংকও যেন আপনাদের সব ধরণের সহযোগিতা প্রদান করে সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। আইসিটি খাতে ইইএফ ফান্ডকে সহজ করে আইটি উদ্যোক্তাদের জন্য ব্যবসার ক্ষেত্রকে বৃদ্ধি করতে অগ্রগণি ভূমিকা রেখে আইসিটি খাতের সম্প্রসারণ এবং উন্নয়নে বাংলাদেশ ব্যাংক প্রত্যক্ষ সহযোগিতা প্রদান করবে’।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com