শিরোনাম
ফেসবুক-ইনস্টাগ্রামে ভোগান্তি
প্রকাশ : ১৪ এপ্রিল ২০১৯, ১৮:৫০
ফেসবুক-ইনস্টাগ্রামে ভোগান্তি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশের অনেক ব্যবহারকারী ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে অনেকেই ভোগান্তিতে পড়েছেন।


রবিবার বিকেল থেকে ফেসবুক ওয়েসবাইট ও অ্যাপ ব্যবহার করতে পারছেন না।


সামাজিক মাধ্যম দুটি খুলতে গেলেই ‘ক্যান্ট বি রিচড’ বার্তা দেখা যায়। এছাড়া ফেসবুকের মালিকানাধীন বার্তা আদানপ্রদানের জনপ্রিয় হোয়াটসঅ্যাপে সমস্যা দেখা যাচ্ছে।


সার্ভার সমস্যায় ফেসবুকে ঢুকতে অনেকের সমস্যা হচ্ছে বলে ব্রিটেনের এক্সপ্রেস ডটকোর এক প্রতিবেদনে বলা হয়েছে। যদিও ফেসবুকের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।


ডাউনডিটেক্টর ডটকো ডটইউকে সাড়ে চার হাজারের বেশি অভিযোগ পেয়েছে। এতে বলা হয়েছে, সকাল ১০টা থেকে তারা ফেসবুকসহ এসব সামাজিক মাধ্যমে ঢুকতে পারছেন না। আবার ঢুকতে পারলেও কখনো কখনো পোস্ট দেয়া কিংবা কনটেন্ট আপলোড করতে গিয়ে বিপত্তিতে পড়তে হয়েছে।


ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে না পারার কথা অনেকেই টুইটারে পোস্ট করে জানিয়েছেন। রোববার সকাল থেকেই এ সমস্যা বলে অনেকের অভিযোগ।


আর ডাউন ডিটেক্টর কর্তৃপক্ষ বলছেন, তারা দুই হাজারের বেশি অভিযোগ পেয়েছেন। বিভিন্ন ধরনের সাইট ডাউনের তথ্য দেয় এই ডাউন ডিটেক্টর ওয়েবসাইট। এশিয়া ছাড়াও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বড় একটি অংশ ফেসবুকের নেটওয়ার্কজনিত সমস্যায় পড়েছে।


বিবার্তা/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com