শিরোনাম
প্রগতির পথে এগিয়ে যেতে প্রযুক্তির সদ্ব্যবহার করতে হবে: পলক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৮
প্রগতির পথে এগিয়ে যেতে প্রযুক্তির সদ্ব্যবহার করতে হবে: পলক
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

প্রযুক্তির সাথে প্রগতির পথে এগিয়ে যেতে হলে প্রযুক্তির সুব্যবহার ও সদ্ব্যবহার করতে হবে। কিন্তু কোনোভাবে প্রযুক্তির অপব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।


রবিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারস্থ জনতা সফটওয়্যার টেকনোলজি পার্কে আইসিটি বিভাগ ও ভার্ব ইভেন্টস লিমিটেডের যৌথ আয়োজনে দেশে প্রথমবারের মতো ‘সোশ্যাল মিডিয়া এক্সপো ২০১৭’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।


প্রতিমন্ত্রী বলেন, যারা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে তাদের জন্য সচেতনতা বাড়াতেই ভার্ব ইভেন্টস লিমিটেডের সাথে যৌথভাবে এই আয়োজন করছে আইসিটি বিভাগ। এই আয়োজনের মাধ্যমে আমরা চাচ্ছি পুরো বাংলাদেশকে সচেতন করতে।


পলক বলেন, যে কোনো মহৎ উদ্যোগ বাস্তবায়ন করতে হলে সরকারের একার পক্ষে এ কাজ করা সম্ভব না, সকলের সহযোগিতা দরকার। আর ১৬ কেটি মানুষকে সচেতন করার কাজ সম্মিলিতভাবেই করতে হবে।


রামুর সহিংসতার কথা উল্লেখ করে পলক বলেন, আমরা দেখেছি রামুতে কি নির্মম ঘটনা ঘটেছে। ফেসবুকে অরেকজনের অ্যাকাউন্টে নাম ব্যবহার করে ধর্মীয় সহিংসতামূলক একটা অবস্থান সৃষ্টি করা হয়েছে। ফলে বৌদ্ধ ধর্মের নিরীহ-নিপীড়িত মানুষকে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে। তাদের ধর্মীয় প্রতিষ্ঠান প্যাগুডায় অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে।


পলক আরো বলেন, একই ধরনের ঘটনা পাবনা ও সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরেও দেখেছি। এটি নিয়ে আমাদের তরুণ প্রজন্ম উদ্বিগ্ন। সরকারের পাশাপাশি আমাদের সচেতন নাগরিকরাও ভাবছে কীভাবে আমরা এগুলোর মোকাবেলা করতে পারি।



প্রতিমন্ত্রী বলেন, গত তিন-চার বছরে প্রত্যেকটা ঘটনায় আমরা লক্ষ্য করছি, বাংলাদেশে প্রযুক্তির অপব্যবহার করে নানাভাবে সাধারণ নিরীহ মানুষকে নির্যাতন করা হচ্ছে, তাদের সম্পদের ক্ষতি করা হচ্ছে। এমনকিদেশের বাইরে লিবিয়াতেও একজন রাষ্ট্রদূত একইভাবে হত্যাকাণ্ডের শিকার হয়েছে।


ডিজিটাল বাংলাদেশের ভিশন বাস্তবায়নের কথা উল্লেখ করে পলক বলেন, দেশে প্রযুক্তির প্রসার হচ্ছে, বাংলাদেশ দ্রুত ডিজিটালাইজেশন হচ্ছে, আমরা চাই এই ডিজিটাল দুনিয়াকে নিরাপদ রাখতে। বর্তমানে দেশে ফেসবুক ব্যবহারকারী দুই কোটি, ইন্টারনেট ব্যবহারকারী ছয় কোটি ৪০ লাখ। প্রতি বছর এক কোটি করে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ছে। কিন্তু বর্তমান প্রেক্ষপটে সামাজিক যোগাযোগ মাধ্যম সামজিক নিরাপত্তার ক্ষেত্রে বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছে।


এর মূল কারণ হিসেবে তিনি বলেন, ব্যবহারকারীদের এই মাধ্যম ব্যবহার সম্পর্কে যথাযথ জ্ঞান না থাকা। সোশ্যাল মিডিয়া এক্সপো ২০১৭ এর মাধ্যমে দেশের সব শ্রেণির মানুষের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রয়োজনীয়তাসহ এ সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে সক্ষম হবে।


এই আয়োজনডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে ইন্টারনেটকে সহজ নিরাপদ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে ওয়েবসাইটভিত্তিক ‘ইন্টারনেট রিটারেসি সেন্টারে’র উদ্বোধন করা হবে। এ সম্পর্কে পলক বলেন, ইন্টারনেট এমন একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার যার মাধ্যমে ব্যক্তিগত, রাষ্ট্রীয় উন্নয়নসহ সামাজিক দৃষ্টিভঙ্গি, সচেতনতা এমনকি সামাজিক নিরাপত্তার পরিবর্তন আনা সম্ভব।


তিনি বলেন, ‘ইন্টারনেট লিটারেসি সেন্টারে’র কার্যক্রম বাংলাদেশের তৃণমূল পর্যায়ে মানুষদের মধ্যে ইন্টারনেট, কম্পিউটার ও বিশ্বায়নের জ্ঞান দিয়ে বাংলাদেশকে শতভাগ ডিজিটাল দেশ হিসেবে প্রতিষ্ঠায় সহায়তা করবে।


তিনি আরো বলেন, আগামী ৩-৪ ফেব্রুয়ারি রাজধানীর আর্মি মিউজিয়ামে আয়োজিত সোশ্যাল মিডিয়া এক্সপো ২০১৭ অনুষ্ঠিত হবে। সেখানে দেশবাসীকে বিশেষভাবে তরুণপ্রজন্মকে আসার জন্য আহ্বান জানান তিনি।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আইসিটি বিভাগের অতিরিক্ত সচিব মো. হারুনুর রশীদ, ভার্ব ইভেন্টস লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সামিয়া আহমেদ, ফেসবুক সেলিব্রেটি সালমান মুক্তাদির, অভিনয় শিল্পী নওশীন প্রমুখ।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com