শিরোনাম
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সহযোগিতা করবে আইটিইউ
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৯, ১২:০৮
তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে  সহযোগিতা করবে আইটিইউ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন এর মহাসচিব মি. হুলিন ঝোও (Houlin Zhao) এর মধ্যে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়।


আইটিইউ এর সদর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষা, স্বাস্থ্য খাত ও কর্মসংস্থান সৃষ্টিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার তথা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্য অর্জনে আইটিইউ কিভাবে সহযোগিতা করতে পারে এসব বিষয় নিয়ে উভয়ের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয় ।


পলক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে তৃণমূল পর্যায় পর্যন্ত ইন্টার্নেট সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে ইনফো সরকার প্রকল্প-৩, কানেক্টেড বাংলাদেশ প্রকল্প, শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রকল্পসহ সরকার গৃহীত বিভিন্ন কর্মসূচি ও পরিকল্পনা মহাসচিব এর কাছে তুলে ধরেন।


মহাসচিব বলেন, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে আইটিইউ সহযোগিতা করবে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com