শিরোনাম
ভিসিপিইএবি ও ই-কমার্সে কর অব্যাহতির আহ্বান
প্রকাশ : ০৫ অক্টোবর ২০১৬, ১৫:৪৭
ভিসিপিইএবি ও ই-কমার্সে কর অব্যাহতির আহ্বান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমানের সাথে সম্প্রতি এনবিআর কার্যালয়ে এক মতবিনিময় সভা করেছেন ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইক্যুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ভিসিপিইএবি) প্রতিনিধিবৃন্দ।
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভিসিপিইএবি সভাপতি এবং ফেনক্স ভেঞ্চার ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক ও জেনারেল পার্টনার শামীম আহসান।
সভায় বাংলাদেশে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি বিষয়ে ভবিষৎ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। এসময় এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান ভিসিপিইএবির বিভিন্ন ভালো উদ্যোগকে সমর্থন ও সংগঠনটিকে এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেন।


ভিসিপিইএবি সভাপতি শামীম আহসান বলেন, গুগল, ফেসবুকসহ বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানিগুলোর বর্তমান অবস্থানে আসতে সবচেয়ে বেশি ভূমিকা ছিলো ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোর। এনবিআরের সহায়তায় বাংলাদেশি কোম্পানিকে এগিয়ে নিতে ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলো একইভাবে কাজ করবে।
তিনি আরও বলেন, ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোতে (ফান্ড ব্যবস্থাপনা পর্যায়) তিন দফা ট্যাক্স (উদ্যোক্তা পর্যায়, ফান্ড ব্যাবস্থাপনা পর্যায় ও বিনিয়োগকারী পর্যায়) থাকায় স্থানীয় পর্যায়ে আমাদের সফটওয়্যার ও আইটি সেবা খাত থেকে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের পথে বাধা হয়ে থাকল। তাই ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানিগুলোর ফান্ড ব্যবস্থাপনা পর্যায়ে ২০২১ সাল পর্যন্ত আয়কর অব্যাহতি করা প্রয়োজন।
ভিসিপিইএবি সভাপতি বলেন, অপরদিকে ই-কমার্স ও অনলাইন শপিংয়ের উপর ২০২৪ সাল পর্যন্ত কর অব্যহতি থাকা সত্ত্বেও গত বাজেটে এ সুবিধা তুলে দেয়া হয়েছে। ফলে তথ্য প্রযুক্তির সম্ভাবনাময় এ খাতটি আয়করের আওতায় চলে এসেছে। ই-কমার্স এবং অনলাইন শপিংয়ের উপর কর অব্যাহতি পুনর্বহালের অনুরোধ জানাচ্ছি।
এনবিআর কার্যালয়ে এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন পারভেজ ইকবাল, এনবিআরের ট্যাক্স পলিসি সদস্য, ভিসিপিইএবির সহ-সভাপতি ও সিফ বাংলাদেশ ভেঞ্চারের ব্যবস্থাপনা পরিচালক জিয়া ইউ আহমেদ, ভিসিপিইএবির মহাসচিব ও বিডি ভেঞ্চার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শওকত হোসেন।
বিবার্তা/উজ্জ্বল/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com