শিরোনাম
হুয়াওয়ের কম দামি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা
প্রকাশ : ২৩ মার্চ ২০১৯, ১৭:৪৯
হুয়াওয়ের কম দামি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মধ্যম ঘরানার নতুন ফোন আনল হুয়াওয়ের সাব-ব্র্যান্ড হনর। নাম হনর ১০ আই। এই ফোনে তিনটি রিয়ার ক্যামেরা ব্যবহৃত হয়েছে। শুরুতে রাশিয়াতে ফোনটি অবমুক্ত করেছে হনর।


হনর ১০ আই ফোনের প্রধান আকর্ষণ এতে ট্রিপল রিয়ার ক্যামেরা ব্যবহৃত হয়েছে।


ফোনটিতে আছে ৬.২১ ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯.৫:৯। ফোনের ভিতরে থাকছে মিডরেঞ্জ কিরিন ৭১০ চিপসেট। ডিভাইসটি লেটেস্ট অ্যানড্রয়েড পাই অপারেটিং সিস্টেম চলবে।


৪ জিবি র‌্যামের এই ফোনে ১২৮ জিবি রম ব্যবহার করা হয়েছে। যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেয়া যাবে।


ছবি তোলার জন্য রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা। এগুলো হলো-২৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর এবং ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফির জন্য আছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার।


ফোরজি এলটিই কানেকটিভিটি সমৃদ্ধ হুয়াওয়ের নতুন এই ফোনে এইচএসবি টাইপ সি পোর্ট ব্যবহৃত হয়েছে। ব্যাকআপের জন্য আছে ৩৪০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি।


বিবার্তা/উজ্জ্বল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com