শিরোনাম
উদ্বোধনের অপেক্ষায় কাপ্তাইয়ে সৌর বিদ্যুৎ কেন্দ্র
প্রকাশ : ১৬ মার্চ ২০১৯, ১১:৫০
উদ্বোধনের অপেক্ষায় কাপ্তাইয়ে সৌর বিদ্যুৎ কেন্দ্র
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

জেলার কাপ্তাই উপজেলায় সৌর বিদ্যুৎ কেন্দ্রটির কাজ সম্পন্ন। এখন আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।


উদ্বোধনের পর কেন্দ্রটি থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


সূত্রটি জানায়, সৌর শক্তির দ্বারা পরিচালিত কেন্দ্রটি থেকে ৭.৪মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব।


প্রকল্পটির পরিচালক (পিডি) মো. ফারুক জানান, সৌর শক্তি দ্বারা পরিচালিত কেন্দ্রটিতে ব্যয় করা হয়েছে ১১০ কোটি টাকা। আর প্রকল্পটির অর্থায়ন করেছে এডিবি। চলতি বছরের এপ্রিল মাসের যে কোন সময় প্রকল্পটি আনুষ্ঠানিবভাবে উদ্বোধন করার কথা রয়েছে বলে যোগ করেন।


এক প্রশ্নে তিনি বলেন, প্রকল্পটির ৯৫ভাগ কাজ শেষ। সংযোগ দেওয়ার পর পরই বিদ্যুৎ সরবরাহ চালু হবে। প্রকল্পটি থেকে উৎপাদিত ৭.৪মেগাওয়াট বিদ্যুৎ থেকে ২ মেগাওয়াট কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র ব্যবহার এবং বাকী বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত করা বলে তিনি জানান।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com