শিরোনাম
ইয়ামাহার তিন চাকার ইউনিক মোটরসাইকেল ‘নিকেন’
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৫১
ইয়ামাহার তিন চাকার ইউনিক মোটরসাইকেল ‘নিকেন’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

আকর্ষণীয় মডেলের তিন চাকার স্পোর্ট বাইক উন্মুক্ত করেছে জাপানি মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইয়ামাহা।


৪৫তম বার্ষিক টোকিও মোটর শো’তে এই বাইক উন্মুক্ত করা হয়।


লিনিং মাল্টি হুইলার (এলএমডব্লিও) প্রযুক্তির এই বাইকের নাম দিয়েছে প্রতিষ্ঠানটি ‘নিকেন’।


জাপানি শব্দ ‘নি’ এর অর্থ দুই এবং ‘কেন’ মানে তরবারি। আর তাই নামটি সামনে দুই চাকার সাথে ভালো মানিয়ে যায়।


প্রতিষ্ঠানের দাবি, এই বাইকের এলএমডব্লিও প্রযুক্তি রাইড এনভায়রনমেন্ট পরিবর্তনের প্রভাব কমাতে এবং কর্নারিংয়ের সময় স্থিতিশীলতার অনেক ভালো অনুভূতি দেবে।



মোটরসাইকেলটির আকার ২১৫০ এমএম দীর্ঘ, ৮৮৫ এমএম প্রস্থ এবং ১২৫০ এমএম উচ্চতা।


একটি ট্রিপল-সিলিন্ডার ইঞ্জিনের এই নিকেন বাইকের কারিগরি সকল তথ্য মিলানে ইআইসিএমএ শো’তে প্রকাশ করা হবে বলে ধারণা করা হচ্ছে।


তিন চাকার মোটর সাইকেলের ধারণা এই প্রথম নয়। ইউরোপে পিয়াজ্ঞো এর এমপি৩ স্কুটার খুবই জনপ্রিয়।


ইয়ামাহা স্পোর্ট বাইকটির দাম এবং এর ফিচারগুল বিষয়ে বিস্তারির তেমন কিছুই জানায়নি। সূত্র : মটোনেট ও ফাইনান্সিয়ালএক্সপ্রেস


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com