শিরোনাম
এমডব্লিউসিতে অত্যাধুনিক উদ্ভাবন প্রদর্শন করবে অপো
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫০
এমডব্লিউসিতে অত্যাধুনিক উদ্ভাবন প্রদর্শন করবে অপো
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সেলফি এক্সপার্ট এন্ড লিডার অপো, আসন্ন মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০১৯-এ উদ্ভাবনী মোবাইল ও ফিচার প্রদর্শন করতে যাচ্ছে।


আগামী শনিবার স্পেনের বার্সেলোনা শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের প্রযুক্তিপণ্যের এই আসর।


অনুষ্ঠানে অপো তাদের লেটেস্ট উদ্ভাবনসমূহ যেমন-১০এক্স লসলেস জুম প্রযুক্তি এবং প্রথম ৫জি স্মার্টফোন প্রদর্শন করবে। অপোর উদ্ভাবনীয় প্রযুক্তিসম্পন্ন স্মার্টফোন এবং ফিচারসমূহ বাজারে আসবে।


এছাড়াও অপো আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, গবেষণা ও উন্নয়নের প্রসার বিষয়ে কথা বলবে।


অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, “গ্রাহকদের জীবনযাত্রাকে আরও সহজ করতে অপো সমসময় উদ্ভাবনসমূহ নিয়ে আসে। এমডব্লিউসি-তে আমাদের লেটেস্ট উদ্ভাবনসমূহ প্রদর্শন করতে পারার বিষয়টি আমাদের জন্য গর্বের। আমাদের উদ্ভাবনসমূহের যথাযোগ্য স্বীকৃতির জন্য এটি সেরা একটি প্ল্যাটফর্ম”।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com