শিরোনাম
১৮ হাজার ওয়েবসাইট বন্ধের উদ্যোগ বিটিআরসির
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৮
১৮ হাজার ওয়েবসাইট বন্ধের উদ্যোগ বিটিআরসির
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শিশুদের জন্য অনলাইন দুনিয়া নিরাপদ রাখতে জনপ্রিয় অ্যাপস টিকটক, বিগোসহ প্রায় ১৮ হাজার ওয়েবসাইট বন্ধ করে দেয়ার উদ্যোগ নিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। ইতোমধ্যে ৫৬টি ওয়েবসাইট বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে।


রবিবার বিটিআরসি দেশের আইআইজিগুলোকে (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) এই নির্দেশ পাঠায়।


এদিকে সোমবার দুপুরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ সম্পর্কিত স্ট্যাটাসে লিখেছেন, এবার খোঁজ পেলাম ১৫ হাজার ৬৩৬টি পর্নো ও ২ হাজার ২৩৫টি জুয়ার সাইট। সঙ্গে আছে টিকটক ও বিগো। সবগুলোতেই পড়ছে তালা।


জানা যায়, শিশুদের জন্য ক্ষতিকর কনটেন্ট আছে এমন সাইটগুলো বিটিআরসির পাঠানো ব্লকের তালিকায় রয়েছে। ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, নির্দেশনা পাওয়ার পরই তা বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়েছে। যার মধ্যে ১৫ হাজার ৬৩৬টি পর্নো সাইট, হাজার ২৩৫টি জুয়ার সাইট এবং জনপ্রিয় অ্যাপস টিকটক, বিগোও রয়েছে।


এর আগে সম্প্রতি পাঁচ দফায় চার হাজারের বেশি পর্নো ওয়েবসাইট বন্ধ করেছে বিটিআরসি। এছাড়া দুই দফায় ১৭৮টি অনলাইনে জুয়া খেলার সাইট বন্ধ করে নিয়ন্ত্রক সংস্থাটি।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com