শিরোনাম
‘আইসিটি খাতে মার্কিন বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান’
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:২০
‘আইসিটি খাতে মার্কিন বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সরকারের বিনিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে আইসিটিসহ বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগকারীদের অধিক হারে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।


রবিবার বাংলাদেশ সচিবালযে মন্ত্রীর দপ্তরে মার্কিন এক্টিং ডেপুটি অ্যাসিসটেন্ট সেক্রেটারি ব্যুরো অভ সাউথ এন্ড সেন্ট্রাল এশিয়া থমাস এল ভাজডা এর নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল


সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার এ সময় উপস্থিত ছিলেন।


ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে গত দশ বছরে তথ্যযোগাযোগ প্রযুক্তির অভাবনীয় অগ্রগতিসহ বাংলাদেশে সুদৃঢ় সামাজিক নিরাপত্তা, দক্ষ জনশক্তিসহ বিনিয়োগের প্রতিটি উপাদান সহজলভ্য।’


ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন কর্মসূচি তুলে ধরে মোস্তাফা জব্বার বলেন, ‘বাংলাদেশ আজ চতুর্থ শিল্পবিপ্লবের নেতৃত্বকারী দেশে নিজের স্থান করে নিতে সক্ষম হয়েছে। দেশের তৃনমূল পর্যায় পর্যন্ত সরকারের ডিজিটাল সেবা পৌঁছানো সম্ভব হয়েছে।’ তিনি সরকারের নিয়োগবান্ধব নীতির সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন খাতে মার্কিন বিনিয়োগকারীদের অধিক হারে এগিয়ে আসতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা প্রত্যাশা করেন ।


মন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুপ্রতীম সম্পর্কের উল্লেখ করে বলেন, ‘যুক্তরাষ্ট্র বাংলাদেশের অকৃত্রিম এক বন্ধু।’


দেশের চলমান অগ্রগতি আরও বেগবান করতে যুক্তরাষ্ট্রের অধিকতর সহযোগিতার প্রয়োজনীয়তার উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় স্থান।’


থমাস এল ভাজডা বলেন, ‘অল্প সময়ের মধ্যে বিভিন্ন খাতে বাংলাদেশের অনেক বড় সফলতা লক্ষ্য করছি, যা দেশকে এগিয়ে নেওয়ার সফল পরিকল্পনারই ফসল। উন্নয়ন অংশীদার হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের অব্যহত উন্নয়নে আনন্দিত। আগামী দিনগুলোতে বাংলাদেশ বহুদূর এগিয়ে যাবে।’


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com