শিরোনাম
বাংলায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ‘থিয়া’
প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:২৯
বাংলায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ‘থিয়া’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ভাষার মাস ফেব্রুয়ারি। নানা প্রযুক্তিতে এখন বাংলা ভাষার শুরু হয়েছে নানা প্রচলন। প্রযুক্তির চলতি পথে তেমনই এবার এক নতুন অ্যাপ নিয়ে এলো দেশীয় সফটওয়্যার প্রতিষ্ঠান টিকন সিস্টেম লিমিটেড।


বাংলা ভাষা বুঝতে পারে এমন একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপ ‘থিয়া’ যুক্ত হয়েছে গুগল প্লে-স্টোর এবং অ্যাপ স্টোরে।


মৌখিক নির্দেশনার মাধ্যমে অ্যাপটির সাহায্যে কর্মপরিকল্পনা করা থেকে শুরু করে, ইন্টারনেটে কোনো তথ্য খোঁজা, মোবাইলে থাকা অন্য কোনো অ্যাপ চালু করা, কোনো নম্বরে কল করা, এমনকি দিনের আবহাওয়া সম্পর্কেও জানা যাবে।


বাংলার পাশাপাশি অ্যাপটিতে রয়েছে কোরিয়া, জাপানিজ এবং ইংরেজি ভাষা বুঝতে পারার সুবিধা। অ্যাপটি ইন্সটল করার পর ব্যবহারকারীরা এই ভাষাগুলোর যে কোনো একটি ভাষা ব্যবহার করে অ্যাপটিকে নির্দেশনা প্রদান করতে পারবেন।


যেমন- ঘুম থেকে ওঠার সময়ের অ্যালার্ম চালু করতে হলে অ্যাপটি অন করে বাংলায় শুধু নির্দেশনা দিলেই হবে।


এ বিষয়ে টিকনের প্রধান নির্বাহী কর্মকর্তা এমএন ইসলাম বলেন, 'টিকন সিস্টেম' বিগত কয়েক বছর যাবত কোরিয়া আর জাপানিজ ক্লায়েন্টদের জন্য কৃত্রিম বৃদ্ধিমত্তা (আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স), বিগডেটা, আইওটি ইত্যাদি নিয়ে কাজ করছে। সে জায়গা থেকেই দেশে এবার শুরু হল কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করার প্রথম পদক্ষেপ ‘থিয়া’র বেটা ভার্সন উন্মুক্তকরণ। আগামীতে থিয়া আরও কিছু স্পেসিফিক ডাটাসেট নিয়ে আসছে যেখানে থাকবে মেশিন লার্নিং, ডিপলার্নিংয়ের মতো প্রযুক্তির সর্বোচ্চ প্রয়োগ।’


প্রসঙ্গত, 'টিকন সিস্টেম' ২০০৭ সালে কোরিয়ার সিউলে কার্যক্রম শুরু করে। বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু হয় ২০১২ সালে।


প্লে-স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন https://play.google.com/store/apps/details?id=com.ticonsys.theia ঠিকানায়।


অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন https://itunes.apple.com/us/app/theia/id1446411262 ঠিকানায়।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com