শিরোনাম
এবার বাস সেবা দেবে উবার
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৫১
এবার বাস সেবা দেবে উবার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

মোবাইল স্মার্র্টফোনের অ্যাপভিত্তিক পরিবহন সেবার নেটওয়ার্ক উবার। বাংলাদেশে উবারের মোটরসাইকেল বা প্রাইভেটকার সেবা বেশ জনপ্রিয়।


যাত্রীদের সুবিধার্থে এবার বাস সুবিধাও দেবে উবার। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের ডেনভারে সার্ভিসটি চালু হয়েছে।


বাংলাদেশেও এটি চালু হবে বলে জানিয়েছে উবারের রিজিওনাল ট্রান্সপোর্ট ডিসট্রিক্টের (আরটিডি) মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী ডেভিড জেনোভা।


উবার জানিয়েছে, উবারের বাস সেবা পেতে হলে আপনার গন্তব্যস্থান অ্যাপে লিখুন। অ্যাপে উবারএক্স, উবার পুল পাশাপাশি নতুন ট্রানজিট অপশন দেখানো হবে। এরপর পরে অপশনটি বাছাই করলে চলমান ট্রানজিটি রুট এবং রিয়েল-টাইমে বাস ছাড়া ও গন্তব্যে পৌঁছানোর সময় দেখানো হবে।


এছাড়া বাস স্টেশনগুলোতে হেঁটে যাওয়ার পথও দেখা যাবে অ্যাপে। শিগগিরই এতে আরটিডি টিকিট কেনার অপশন চালু হবে। তবে অ্যাপের মাধ্যমে পুরো বাস ভাড়া করা যাবে না।


গ্রাহকের যাত্রাকে সহজ করতে এই ব্যবস্থা চালু করা হবে উল্লেখ করে আরটিডির মহাব্যবস্থাপক ও প্রধান নির্বাহী বলেন, ‘গ্রাহকের যাত্রাকে সহজ ও সুন্দর করতে উবারের বাস সার্ভিস চালু করা পরিকল্পনা নেয়া হয়েছে। যাত্রাপথের এই পরিকল্পনা সাধারণ মানুষের জীবনকে সহজ ও সুন্দর করবে।’


গত বছরের সেপ্টেম্বরেই উবার তাদের অ্যাপে এ জন্য মোড সুইচ ফিচার যুক্ত করেছিল। এই অ্যাপের মাধ্যমে গ্রাহকের অবস্থানে গাড়ি, বাইক এবং স্কুটারসহ উবারের কোন কোন সেবা পাওয়া যায় তা দেখানো হয় এই টুলের মাধ্যমে। এর মাধ্যমে গ্রাহক তার চাহিদা মোতাবেক সেবা নিতে পারবে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com