শিরোনাম
আসুস স্মার্টফোনে লেটেস্ট অ্যানড্রয়েড আপডেট পৌঁছে যাবে
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৯, ১৬:১৩
আসুস স্মার্টফোনে লেটেস্ট অ্যানড্রয়েড আপডেট পৌঁছে যাবে
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসুস জেনফোন ৫জেট ফোনে অ্যানড্রয়েড ৯.০ পাই আপডেট পৌঁছাতে শুরু করলো।


কোম্পানি জানিয়েছে, ওটিএ আপডেটের মাধ্যমে ভারতের সব আসুস জেনফোন ৫জেট ফোনে লেটেস্ট অ্যানড্রয়েড আপডেট পৌঁছে যাবে।


যেকোনো বড় আপডেট এর মতই ধাপে ধাপে পাঠানো হবে এই আপডেট। তাই শুরুতেই সব গ্রাহকের ফোনে আপডেট পৌঁছাবে না।


আসুস জেনফোন ৫জেট ফোনে অ্যানড্রয়েড ৯.০ পাই আপডেটের সাইজ ১০৮০ এমবি। তাই ওয়াইফাই নেটওয়ার্কে থেকে ডাউনলোড করার পরামর্শ দিয়েছে আসুস।


গত বছর ফেব্রুয়ারি মাসে লঞ্চ হলেও জুলাই মাসে ভারতে এসেছিল আসুস জেনফোন ৫জেট। লঞ্চের সময় জেনফোন ৫জেট তে অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেম ইন্সটল ছিল।


কোম্পানি জানিয়েছে, নিজের ফোনে Settings > About > System Update এগিয়ে আপডেট পৌঁছেছে কিনা দেখে নিতে পারবেন।


ফোনটিতে দ্রুতগতির কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ব্যবহার করা হয়েছে। এর মডেল নম্বর-জেডএস৬২০কেএল।


আসুসের ফ্লাগশিপ ফোনটিতে আছে ৬.০২ ইঞ্চির ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ১০৮০×২২৪৬ পিক্সেল। এটি অ্যানড্রয়েড ৮.০ অরিও অপারেটিং সিস্টেমে চলবে।


৮ জিবি র‌্যাম ভার্সনের পাশাপাশি ফোনটি ৬ ও ৪ জিবি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে। ৮ জিবি র‌্যামের ফোনে থাকছে ২৫৬ জিবি রম।


৬ জিবি র‌্যাম ভার্সনের ফোনে রয়েছে ১২৮ জিবি রম। ৬৪ জিবি রমের ফোনে ব্যবহার করা হয়েছে ৪ জিবি র‌্যাম। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি বাড়ানোর সুযোগ থাকছে।


ব্যাকআপের জন্য এতে ৩৩০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি রয়েছে। ছবির জন্য আছে ১২ ও ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com