শিরোনাম
২৫ মেগাপিক্সেলের সেলফি ফোন অপো ‘আর১৭ প্রো’
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৯, ১৩:৫০
২৫ মেগাপিক্সেলের সেলফি ফোন অপো ‘আর১৭ প্রো’
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে সেলফির তুমুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নিয়মিত বিরতিতে উন্নত ক্যামেরাযুক্ত স্মার্টফোন বাজারে আনছে চীনা ব্র্যান্ড অপো।


এরই ধারাবাহিকতায় গত বছরের শেষ দিকে ‘আর১৭ প্রো’ নামের একটি হ্যান্ডসেট বাজারে ছাড়ে অপো।


অপো আর১৭ প্রো-এর মাধ্যমে গ্রাহকেরা স্মার্ট ক্যামেরার সকল ধরনের ফিচার উপভোগ করতে পারবেন।


আর১৭ প্রোর সামনে রয়েছে ২৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এআইযুক্ত এ ক্যামেরাটি সামনের স্ক্রিনের উপরের দিকে ঠিক মাঝামাঝিতে অবস্থিত। এ হ্যান্ডসেটটির পেছনে রয়েছে ১২ এবং ২০ মেগাপিক্সেলের দুটি ক্যামেরা। এ ক্যামেরা দুটি আলোর তীব্রতা বুঝে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপারচার পরিবর্তন করতে পারে। এই যেমন তীব্র আলোতে এ ক্যামেরাগুলো অপেক্ষাকৃত ক্ষুদ্র অ্যাপারচার ব্যবহার করে, যা পরিষ্কার ও চমত্কার ছবি তুলতে সহায়তা করে। এ ফোনে আইএমএক্স৩৬২ নামের সনির ফ্ল্যাগশিপ সেন্সর ব্যবহার করা হয়েছে। এ ডুয়েল পিক্সেল সেন্সরের সুবাদে ফোনটি দিয়ে গতিময় অবস্থায়ও স্পষ্ট ছবি তোলা যায়।


অসাধারণ প্রযুক্তিগত উদ্ভাবনসমৃদ্ধ আর১৭ প্রো-তে রয়েছে ওয়াটার ড্রপ স্ক্রিন সম্পন্ন ৬.৪ ইঞ্চি ডিসপ্লে যার ৯১.৫% জুড়েই থাকছে স্ক্রিন। ওয়াটারড্রপের মূলভাব দ্বারা অনুপ্রাণিত স্ক্রিন সম্পন্ন এই আর১৭ প্রো-তে রয়েছে ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি রম, যা পরিচালনা করবে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসর।


এতে আরও রয়েছে নন-রিমুভ্যাবল লি-পো ৩,৭০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি।


স্মার্টফোনটি সারা দেশে অপো-এর সকল আউটলেটে পাওয়া যাচ্ছে মাত্র ৬৯ হাজার ৯৯০ টাকায়।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com