শিরোনাম
আবিষ্কারের খোঁজে প্রতিযোগিতা শুরু ১৪ ফেব্রুয়ারি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৯, ১৩:২০
আবিষ্কারের খোঁজে প্রতিযোগিতা শুরু ১৪ ফেব্রুয়ারি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ইলেক্ট্রনিক্স সেইফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইসাব) এর উদ্যোগে ও বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও ন্যাশনাল ফায়ার প্রটেকশন অ্যাসোসিয়েশন (এনএফপিএ) মার্কিন যুক্তরাষ্ট্র এর সহযোগিতায় অনুষ্ঠিত হবে ফায়ার, সেইফটি অ্যান্ড সিকিউরিটি নিয়ে সর্ববৃহৎ শোকেসিং ‘ইন্টারন্যাশনাল ফায়ার, সেইফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৯’।


রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আগামী ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই আয়োজন।


উক্ত আয়োজনে বাংলাদেশ ইনোভেশন ফোরাম ও জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহযোগিতায় উদ্ভাবকদের জন্যে থাকছে একটি কম্পিটিশন ‘আবিষ্কারের খোঁজে-২০১৯’।


যদি কেউ উদ্ভাবক হয়ে থাকেন এবং নিজের প্রজেক্ট সবার সামনে উপস্থাপনের মাধ্যমে নিজের উদ্ভাবনী দক্ষতা প্রমাণ করতে চান, তবে ফায়ার সেইফটি অ্যান্ড সিকিউরিটি রিলেটেড যে কোন প্রজেক্ট যেমন- রেসকিউ রোবট, স্মার্টসিটি, হাই রাইজ বিল্ডিং সলুইশন, সিকিউরিটি সলুইশন, গ্রীন বিল্ডিং টেকনোলজিসহ যেকোন ইনোভেটিভ প্রজেক্ট সাবমিট করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযগ রয়েছে।


প্রতিযোগীতা সম্বন্ধে ইসাবের প্রেসিডেন্ট মোতাহার হোসেন খান বলেন, “তরুণ প্রজন্মকে নতুন উদ্ভাবনে উৎসাহিত করার জন্যে আমাদের এই প্রচেষ্টা, আমরা চাই প্রতিবছর এই ধরনের প্রোগ্রাম আয়োজন করতে সেই লক্ষ্যে এই বছর আমরা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং এই বিষয়ে যারা প্রোফেশনাল ও অভিজ্ঞ তারা তাদের টিম আকারে প্রজেক্ট সাবমিট করবে এবং আমরা ভালো প্রজেক্টগুলিকে পরবর্তিতে বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করব।’’


এই আয়োজনের প্রধান সমন্বয়ক জাকির উদ্দিন আহমেদ বলেন, “প্রতিযোগীদের জমাকৃত প্রজেক্টগুলো থেকে ভালো ৩০টি প্রজেন্ট আমরা বিচারকদের মাধ্যমে যাচাই বাছাই করে ফাইনাল পিচিং এর ব্যবস্থা করব এবং তারা পুনরায় ফাইনাল সাবমিট করবে এবং সেখান থেকে চ্যাম্পিয়ন, ২য় রানার্স আপ এবং রানার্স আপসহ মোট ১০টি প্রজেক্টকে আসন্ন ‘ইন্টারন্যাশনাল ফায়ার, সেইফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো-২০১৯’ তে শোকেসিংয়ের সুযোগসহ বিশেষ সম্মাননা প্রদান করা হবে।’’


তিনি বলেন, ‘টপ প্রজেক্টগুলোর জন্য থাকছে শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার, স্ব স্ব ক্ষেত্রে অভিজ্ঞ মেনটরদের মাধ্যমে মেনটরিং সুবিধা এবং প্রজেক্ট বাস্তবায়নের সহযোগিতা, বিভিন্ন ইনভেস্টরদের সাথে মিটিংয়ের জন্য সহযোগিতা, জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের ক্ষেত্রে দিক নির্দেশনা।’


উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্যে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন সম্পূর্ণ ফ্রি। বিস্তারিত জানতে ভিজিট করতে হবে: http://bit.ly/EAK_E19 এই ঠিকানায়।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com