শিরোনাম
ওয়ান প্লাস৭ ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৯, ১২:৩৪
ওয়ান প্লাস৭ ফোনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

ওয়ান প্লাসের সিক্স ও সিক্স টি মডেলের ফোন দুটি যখন বাজারে বেশ সাড়া ফেলছে, ঠিক তখনই আবার ফাঁস হল আসন্ন ওয়ানপ্লাস৭ ফোনের ছবি।


ধারণা করা হচ্ছে, ফোনটিতে বেজেলহীন স্ক্রিন এবং খুব সম্ভবত স্লাইডিং ডিজাইনের সঙ্গে পপ্ আপ ক্যামেরা থাকবে।


স্ল্যাশলিকস-এ প্রকাশিত তথ্য বলছে, এই ছবি আসন্ন ওয়ান প্লাস ৭ ফোনের প্রোটোটাইপ বলেই দাবি করা হয়েছে।


ছবির তথ্যমতে, ওয়ান প্লাস ৬টি ফোনের সঙ্গে হুবহু মিল থাকলেও ওয়ান প্লাস৭ ফোনের ক্যামেরার অবস্থানের বদল ঘটেছে। বেজেল না থাকলেও নচ ডিজাইন নেই। ফ্রন্ট ক্যামেরার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না ছবিতে।


সুতরাং ভিভো নেক্সের মত স্লাইডিং ক্যামেরা থাকার সম্ভাবনা প্রকট। অথবা এমআই মিক্স ৩ ফোনের মত ফ্রন্ট ক্যামেরাও থাকতে পারে।
ডিজাইন ও ফিচারের দিক দিয়ে ওয়ান প্লাস ৭ মডেলটি ওয়ান প্লাস ৬টি-এর থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে থাকবে ওয়ান প্লাস৭।


অনেকেই এই মুহূর্তে একমত যে, ওয়ান প্লাস ৭ স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর দ্বারা চালিত হবে, পিছনে একটি ট্রিপল ক্যামেরা-সেটআপ, অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, স্ক্রিনের ভিতরে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি প্রিমিয়াম ডিজাইন থাকতে পারে।


ওয়ান প্লাস৭ এর একটি সংস্করণে সম্ভবত ফাইভ জি নেটওয়ার্ক থাকবে, যদিও এই মুহূর্তে কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com