শিরোনাম
এন্ট্রি লেবেলের পপ সিরিজের স্মার্টেফোন
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৯, ১৭:৩২
এন্ট্রি লেবেলের পপ সিরিজের স্মার্টেফোন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের গ্রাহকদের কথা মাথায় রেখে একেবারে এন্ট্রি লেবেলের পপ সিরিজের স্মার্টেফোন নিয়ে এসেছে টেকনো।


প্রিমিয়াম ডিজাইন ও আউটলুকে কারণে বাজারে বেশ সাড়া ফেলেছে টেকনো।


পপ সিরিজ এর এই নতুন স্মার্টফোন গ্রাহক চাহিদা অনুযায়ী নতুনত্ব ও ভিন্নতার সমন্বয়ে হ্যান্ডসেট ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকের দারুণ অভিজ্ঞতা নিশ্চিত করতে সক্ষম।


অ্যান্ড্রয়েড ৮.১ ওপারেটিং গো ভার্সনে চালিত ফোনটিতে রয়েছে রয়েছে ৫.৫ ইঞ্চির ফুলভিউ ডিসপ্লে। যার রেজ্যুলেশন ৯৬০×৪৮০ পিক্সেল।


এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ১৮:৯। ফেস আনলক, ফিঙ্গারপ্রিন্ট লকের ফোনটিতে রয়েছে ১ জিবি র‌্যাম এবং ১৬ জিবি স্টোরেজ সুবিধা। যা মাইক্রো এসডির সঙ্গে ৬৪ জিবি বাড়ানো যাবে।


ফোনটি পরিচালনার জন্য নতুন জেনারেশনের মিডিয়াটেক এমটি৬৫৮০এ ১.৩ গিগাহার্জের প্রসেসর সংযোজন করা হয়েছে। দৈনন্দিন ব্যবহার থেকে সাধারণ কাজ সবকিছুই প্রসেসরটি চালিয়ে নিতে পারবে এই ফোনটি দিয়ে। গ্রাফিক পারফরমেন্সের জন্য এটি একটি মালি-৪০০ এমপি ২ জিপিইউ।


হ্যান্ডসেটেই রয়েছে, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ছবির উজ্জলতা বাড়াতে ক্যামেরা ফিচারে আছে ডুয়েল এলইডি ফ্ল্যাশ। এর ডুয়েলাইট ফ্লাশের কারণে কম আলোতেও বেশ ভাল ছবি তোলা যায়।


ফোনটিতে ব্যাকআপ সুবিধা দিতে রয়েছে ৩ হাজার ৫০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। লং স্ট্যান্ডবাই ব্যাটারি ক্ষমতা, যা একটি একক চার্জ কয়েক ঘন্টার জন্য স্থায়ী হতে পারে।


চারটি ভিন্ন রঙে শ্যাম্পেন গোল্ড, মিডনাইট ব্ল্যাক, লাল এবং আইস ব্লু পাওয়া যাবে। ফোনটির দাম ৬ হাজার ৯৯০ টাকা।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com