শিরোনাম
বিএলসি’র মিলনমেলা ১৫ ফেব্রুয়ারি
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৯, ১২:৫৯
বিএলসি’র মিলনমেলা ১৫ ফেব্রুয়ারি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক গ্রুপ বিডি লাইভ কমিউনিটি-বিএলসি’র গ্রান্ড গেট টুগেদার আগামী ১৫ ফেব্রুয়ারি হতে চলেছে। ২০১৬ সালের গ্রুপটি তৈরি হবার পর থেকে তৃতীয়বারের মতো এমন আয়োজন করা হচ্ছে।


বিএলসির প্রতিষ্ঠাতা ফাহিম চৌধুরী বলেন, ‘ফেসবুকের লাইভ অপশনটাকে ভালভাবে কাজে লাগানোর জন্যই তিন বছর আগে এটি তৈরি করা হয়েছিল। ধীরে ধীরে এটি ইনফরমেশন, এন্টারটেইনমেইন্ট ও ইনেফোটেইনমেনট কমিউনিটিতে রূপ নেয়।’


কমিউনিটির অ্যাডমিন কুশল ইয়াসির বলেন, ‘অনেকেই সামজিক যোগাযোগমাধ্যমের গ্রুপগুলোকে ভেবেই নিয়েছিল অ্যাডাল্ট ফান বা মেয়েদের বিব্রত করার স্থান হিসেবে। আমাদের মূল উদ্দেশ্য ছিল সাইবার আইন মেনে আর সামাজিক মূল্যবোধগুলোকে সম্মান জানিয়ে বিএলসিকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া। ক্রমেই আমরা ব্যাপক সাড়া পাই।’


তিনি বলেন, ‘বছর জুড়ে বিভিন্ন জেলায় বিএলসি’র সদস্যদের সহযোগিতায় সুবিধাবঞ্চিতদের জন্য কাজ করতে পেরেছি। আর তাই দেশ-বিদেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা আমাদের প্রিয় সদস্যদের জন্য প্রতিবারের মতো এবারও গেট টুগেদারের আয়োজন করা হয়েছে।’


আগামী ১৫ ফেব্রুয়ারি সানরাইজ প্লাজার টাইম স্কয়ার রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে (ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজা ও আসাদ গেটের আড়ংয়ের মাঝামাঝি) বসছে এই মিলন মেলা। এতে রেজিস্ট্রেশন করতে জনপ্রতি খরচ পড়বে ৮২০ টাকা।


এই আয়োজনে যোগ দিতে +880 16 2113 1776 ও +880 17 1223 8484 এই দুই নম্বরের যেকোনো একটি বিকাশের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।


রেজিস্ট্রেশন কনফার্ম করতে আপনার ফেসবুকের নাম ও বিকাশের শেষ তিন ডিজিট নম্বর দুটির একটি পাঠিয়ে দিতে হবে।


বিবার্তা/উজ্জ্বল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com